Arjun Singh: 'আমাকে ছাড়া দল ব্যারাকপুরে জিতবে তো?', দলবদলের জল্পনা উস্কে দিলেন তৃণমূলের টিকিট না পাওয়া অর্জুন

Published : Mar 11, 2024, 03:41 PM IST
Barrackpores Arjun Singh angry over TMC not fielding candidate in Lok Sabha elections 2024 bsm

সংক্ষিপ্ত

অর্জুন সিং জানিয়েছেন, তাঁকে প্রার্থী করার কথা আগেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কারণে ব্রিগেডের জনসভায় উপস্থিত ছিলেন। মঞ্চেও উপস্থিত ছিলেন। 

গত লোকসভা নির্বাচনের মত এবারও অর্জুন সিংকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনের আগেই দল বদল করেছিলেন তিনি। বিজেপির টিকিটে জিতেওছিলেন। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পরেই আবারও ফিরে এসেছিলেন ঘাসফুল শিবিরে। প্রশ্ন এবার কী করবেন ব্যারাকপুরের 'বাঘ' হিসেবে পরিচিত অর্জুন সিং? এখনও দলবদলের কথা বলেননি তিনি। কিন্তু কথায়বার্তা জল্পনা জিয়ে রাখলেন অর্জুন। পাশাপাশি জানিয়ে দিলেন বিজেপি থেকে তৃণমূলে আসা তাঁর ভূল হয়েছে।

এদিন অর্জুন সিং জানিয়েছেন, তাঁকে প্রার্থী করার কথা আগেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কারণে ব্রিগেডের জনসভায় উপস্থিত ছিলেন। মঞ্চেও উপস্থিত ছিলেন। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার কিছু আগেই জানতে পারেন তাঁকে ব্যারাকপুরের প্রার্থী করা হয়নি। অর্জুন বলেন, 'ঠিক ১১টা ৪৬ মিনিটে জানতে পারি আমি প্রার্থী নই। তাও দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে মঞ্চেই বসেছিলাম।যাতে আমাকে কেউ বিদ্রোহী না বলতে পারে।' অর্জুন আরও বলেন, টিকিট না পেয়ে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। যদিও এদিন কিছুটা ধাতস্ত হয়েছেন। তিনি আরও বলেন. 'টিকিট পাইনি এটা আমার দুর্ভাগ্য। আমাকে সভায় ডাকা হয়েছিল। তাও টিকিট দেওয়া হয়নি। দলই বলতে পারে আমাকে তাদের প্রয়োজন রয়েছে কিনা। ব্যারাকপুরে আমাকে ছাড়া জেতা যাবে কিনা!'এদিন অর্জুন ক্ষোভের সঙ্গে হুমকিও দেন। তবে স্পষ্ট করে বলেননি তিনি দল ছাড়বেন কিনা। তিনি আরও বলেছেন, লোকসভায় প্রার্থী করা হবে এই প্রতিশ্রুতি দেওয়ার পরই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন। কিন্তু তাঁর পরিবর্তে ব্যারাকপুরে দল টিকিট দিয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে।

টিকিট না দলের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং। একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অর্জুন সিং বলেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন। তবে তিনি একা নন, তাঁর দাবি ঘাটালের সাংসদ দেবও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিল। আগেই অবশ্য শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, বিজেপির বাইরেও অনেকেই রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন। তিনি দাবি করেছিবেন তৃণমূলের ৩৪ জন সংসদের ম্ধ্যে ৪টি ক্রস ভোটিং হয় রাষ্ট্রপতি নির্বাচনে। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই ক্রস ভোটিংএর তথ্য। তবে অর্জুন বলেন, তৃণমূলে গেলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোন হুইপ জারি করা হয়নি। তিনি আরও বলেন, আদিবাসী পরিবারের প্রার্থী হিসেবেই দ্রৌপদী মুর্মুকে তাঁক সঠিক প্রার্থী মনে হয়েছিল তাই ভোট দিয়েছিলেন।

PREV
click me!

Recommended Stories

ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
TMC-তে বড় ভাঙন! মমতার তুলোধোনা করে জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে মিমের পতাকাতলে ৫০ যুবক