জনসভার আগেই শুভেন্দু অধিকারীকে 'দেখে নেবো' হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা সরব বিজেপি

Saborni Mitra   | ANI
Published : Jan 02, 2026, 04:31 PM IST
Suvendu Adhikari led  procession to protest  arrest of BJP worker in Nandigram

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের রথবাড়ি মোড়ে জনসভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা  

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগেই তাকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির, কিভাবে মালদার মাটিতে পা রাখে দেখে নেব প্রকাশ্য মঞ্চ থেকে বললেন আব্দুর রহিম বক্সী। আজ ২রা জানুয়ারী, শুক্রবার মালদার চাচলের কলমবাগানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা। ঠিক তার আগেই বিরোধী দলনেতা কে প্রকাশ্য মঞ্চ থেকে দেখে নেবার হুংকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির। তিনি বলেন কলকাতা থেকে আসা বিজেপি নেতৃত্বদের বাড়ি ফিরতে দেওয়া হবে না'। তাঁর কথায় ছিল প্রচ্ছন্ন হুমকি। বিজেপির নেতা কর্মীদের, গলায় গরুর মতন ডঙ্কা ঝুলিয়ে দেওয়ার হুংকারও দেন তিনি।

তৃণমূল কংগ্রেস নেতার হুঁশিয়ারি

বৃহস্পতিবার রাতে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের রথবাড়ি মোড়ে জনসভা থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। বিরোধী দলনেতা চাচল যাওয়ার পথে তার বিধানসভা মালতিপুর এর ওপর দিয়েই যাবেন ক্ষমতা থাকলে কিছু করে দেখাক। কিছু করলে তিনি মালদায় থাকতে পারবেন কিনা সেটা আমরা দেখব। পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্বের।

আজ চাঁচলের কলমবাগানে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা। আদালতের নির্দেশে এই জনসভা করতে চলেছে বিজেপি। তার আগেই তৃণমূলের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে, আব্দুর রহিম বকশি বলেন, আমি বলেছিলাম বিরোধী দলনেতাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না। এই রাজ্যের বাইরে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। সেই অত্যাচার যদি বন্ধ না হয়। তাহলে দেখব বিরোধী দলনেতা এখানে এসে কিভাবে সভা করে তাকে দেখে নেব আমরা।

দেখব তোমার বাহুতে কত শক্তি আছে তুমি মালদার বুকে কিভাবে ঢুকবে কিভাবে সভা করবে তোমাকে আমরা দেখে নেব এই বলে হুংকার ছাড়েন। তুমি আরো বলেন যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তারা সাবধান হয়ে যান। এখনই সাবধান না হলে আপনাদের যে সমস্ত লোক, পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে বিভ্রান্ত করবে তারা ঘুরে আপনাদের কাছে যেতে পারবে না।

মালদা জেলা কি রহিম বক্সির পৈত্রিক সম্পত্তি পাল্টা কটাক্ষ বিজেপির।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'কমিশনকে কি হাতের পুতুল ভেবেছিলে?', প্রশ্ন তুলে অভিষেককে আক্রমণ কেয়া ঘোষের | Keya Ghosh on Abhishek
Amit Shah: 'মা মাটি মানুষের স্লোগান দিয়ে বাংলাকে টুকরো টুকরো করে দিয়েছে তৃণমূল'- বিস্ফোরক অমিত শাহ