নদীয়ায় শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, আত্মঘাতীর চেষ্টা মায়েরও

Published : Jan 02, 2026, 03:19 PM IST
death kozhikode

সংক্ষিপ্ত

Nadia Death News: সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের। বরাতজোরে মা প্রাণে বেঁচে গেলেও নিহত শিশু। মর্মান্তিক এই ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া জেলার কুপার্স ক্যাম্পে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia Death News: নদিয়ার কুপার্স ক্যাম্পে শুক্রবার সকালে এক ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, নিজের ৩ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন মা। ঘটনাটি ঘটেছে কুপার্স ক্যাম্প নোটিফায়েড পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে।

কী কারণে সন্তানকে হত্যা? 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে ওই মহিলার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। বারবার ডাকাডাকির পরও সাড়া না মেলায় জানলা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের মেঝেতে মা ও শিশুকন্যা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং সিলিং থেকে ঝুলছে একটি ওড়না। তড়িঘড়ি স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’জনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করেন। তবে মা গুরুতর অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। ফলে মহিলা দীর্ঘদিন ধরে শিশুকন্যাকে নিয়ে একাই বাড়িতে থাকতেন।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, এরপর নিজে আত্মহত্যার চেষ্টা করে মা। তবে আত্মহত্যার সময় ওড়না ছিঁড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। এদিকে এই মর্মান্তিক ঘটনার পিছনে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত শিশুর বাবা।  শিশুর নিথর দেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না বলেই জানান তিনি। তবে কী কারণে ওই মহিলা সন্তানকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মা মাটি মানুষের স্লোগান দিয়ে বাংলাকে টুকরো টুকরো করে দিয়েছে তৃণমূল'- বিস্ফোরক অমিত শাহ
বিয়ে থেকে মধুচন্দ্রিমা- সোশ্যাল মিডিয়ায় কুৎসা, বড় পদক্ষেপ নিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু