বেলডাঙা কাণ্ড! রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত, "কেন সেদিন তৎপর ছিল না পুলিশ?"

Published : Nov 21, 2024, 10:57 AM IST
 Rajasthan High Court for caste word

সংক্ষিপ্ত

বেলডাঙা কাণ্ড! রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত, "কেন সেদিন তৎপর ছিল না পুলিশ?"

বেলডাঙার ঘটনা নিয়ে ফের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠল বড় প্রশ্ন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে কেন্দ্রকে নতুন করে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে এমনই জানিয়েছেন বিচারপতি ট্যান্ডন ও ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। ইতিমধ্যেই সেখানে ২৪ ঘণ্টার জন্য জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৮ জনকে পেশ করা হয়েছিল আদালতে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত রাজ্যের কাছে এদিন জানতে চায় কেন পুলিশ পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হয়নি। রাজ্যের তরফে অবশ্য জানা হয়েছে যে সামাজিক মাধ্যমে পাওয়া বেশ কিছু ভিডিও থেকে যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ।

মামলাকারীদের তরফে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। তবে এলাকার আইন শৃঙ্খলা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি রাজ্যের। এরপরই আগামী শুক্রবার কেন্দ্র ও রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের
আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য