বেলডাঙা কাণ্ড! রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত, "কেন সেদিন তৎপর ছিল না পুলিশ?"

বেলডাঙা কাণ্ড! রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত, "কেন সেদিন তৎপর ছিল না পুলিশ?"

বেলডাঙার ঘটনা নিয়ে ফের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে উঠল বড় প্রশ্ন। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে কেন্দ্রকে নতুন করে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে এমনই জানিয়েছেন বিচারপতি ট্যান্ডন ও ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। ইতিমধ্যেই সেখানে ২৪ ঘণ্টার জন্য জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৮ জনকে পেশ করা হয়েছিল আদালতে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Latest Videos

আদালত রাজ্যের কাছে এদিন জানতে চায় কেন পুলিশ পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হয়নি। রাজ্যের তরফে অবশ্য জানা হয়েছে যে সামাজিক মাধ্যমে পাওয়া বেশ কিছু ভিডিও থেকে যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ।

মামলাকারীদের তরফে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। তবে এলাকার আইন শৃঙ্খলা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি রাজ্যের। এরপরই আগামী শুক্রবার কেন্দ্র ও রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia