মনোনয়নের শেষ দিনেও ভোট -সন্ত্রাসের মুক্তাঞ্চল ভাঙড়, গুলি-বোমায় নিহত দুই ISF ও TMC কর্মী

ভোট দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ভাঙড়। গত চার দিন ধরেই সন্ত্রাস চলছে ভাঙড় এক নম্বর ও দুই নম্বর ব্লক জুড়ে। মনোনয়নের শেষে দিনেও তার ব্যাতীক্রম হয়নি।

 

Web Desk - ANB | Published : Jun 15, 2023 12:10 PM IST

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও আশান্ত ভাঙড়। সকাল থেকে সরকার ও বিরোধী পক্ষের দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ভাঙড়ের দুই নম্বর ব্লক। পুলিশের সামনেও বোমাবাজি- হাতাহাতি হয়। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শক বলে অভিযোগ বিরেধীদের। অন্যদিকে ভাঙড়ের ২ নম্বর সংঘর্ষে রশিদ মোল্লা নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় নেতা তথা তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

ভোট দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ভাঙড়। গত চার দিন ধরেই সন্ত্রাস চলছে ভাঙড় এক নম্বর ও দুই নম্বর ব্লক জুড়ে। এদিন সকাল থেকেই ভঙড় দুই নম্বর ব্লকে উত্তেজনার পারদ চড়ছিল। একের পর এক বোমা পড়ছিল। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল বলে অভিযোগ বিরোধীদের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া অভিযোগ উঠেছে। বিজয়গঞ্জ ও কাঁঠালিয়া মোড়ে তৃণমূলের নেতা কর্মীরা আগে থেকেই জমায়েত করে রেখেছিল। সিপিএমএর পাশাপাশি এদিন আইএসএফ কর্মীরাও মনোনয়ন দাখিল করতে আসে। তারপরই দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙর ২ নম্বর ব্লক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবশ্য কাশীপুর থানার পুলিশ ভাঙড় ২ নম্বর ব্লক অফিস থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত নজরদারির ব্যবস্থা করে। কিন্তু তাতেই সংঘর্ষ পুরোপুরি রোখা যাননি।

Latest Videos

নজরদারি উপেক্ষা করে আর ১৪৪ ধারা অমান্য করে ভাঙড় দুই নম্বর ব্লকে দফায় দফায় সংঘর্ষ বাধে শাসক আর বিরোধীদের মধ্যে। তবে এদিন মূলত সিপিএম ও তৃণমূলের মধ্যেই সংঘর্ষ বাঁধে। বাসন্তী হাইওয়েতে প্রচুর বোমা পড়ে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে আইএসএফ ও তৃণমূলের মধ্যেই সংঘর্ষ বাঁধে।

দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় ছিল। সেই সময় পার হয়ে যাওয়ার পরেই ভাঙড়ে দফায় দফায় সংঘর্ষ চলেছ এই ঘটনায় তৃণমূল যেমন আইএসএফ ও সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তেমনই বিরোধীরা শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

আরও পড়ুনঃ

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশে প্রবল হিংসা, চোপড়ায় নিহত ১, কলকাতা হাইকোর্টে বামেরা

'আমরা দর্শক হয়ে বসে থাকব না', পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য ও কমিশনকে তোপ আদালতের

আজবকাণ্ড! এক প্লেট মোমেতেই খুলে গেল রহস্যের জট, মৃত ব্যক্তিকে জীবত পাওয়া গেল ভিনরাজ্য

 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP