
Bharat Bandh Jadavpur : ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফোরামের ডাকে 'ভারত বনধ'। শ্রম কোড লাগু করার বিরোধিতা। যাদবপুরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ধর্মঘটীদের। বড় অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল একাধিক দোকান।
Bharat Bandh Jadavpur : ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফোরামের ডাকে 'ভারত বনধ'। শ্রম কোড লাগু করার বিরোধিতা। সকাল থেকেই 'ভারত বনধ'-এর মিশ্র সাড়া পশ্চিমবঙ্গে। 'ভারত বনধ' সফল করতে রাস্তায় বাম কর্মী-সমর্থকরা। যাদবপুরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ধর্মঘটীদের। বড় অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল একাধিক দোকান। পুলিশের তৎপরতায় অল্পের জন্য বড় বিপদ কাটল।