৫০০০ টাকা নিয়ে কী করছেন ডাক্তাররা? তদন্তে পুলিশের তলব জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ৭ জনকে

Published : Feb 09, 2025, 03:45 PM IST
RG Kar protest hunger strike junior doctors call for gathering at Dharmatala on Sunday bsm

সংক্ষিপ্ত

রাজু ঘোষ নামের জনৈক এক ব্যক্তি জানিয়েছেন, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের জুনিয়ার ডাক্তারদের ৫০০০ টাকা দিয়েছিলেন। কিন্তু তারা রশিদ দেয়নি।

টাকা তছরুপের অভিযোগে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্টের (Junior Doctors Front) সাত সদস্যকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Commissionerate)। রাজু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই অনিকেত মাহাত (Aniket Mahato) সহ সাতজনকে তলবের নোটিশ পাঠান হয়েছে। যদিও অনিকেত একাই হাজিরা দিয়েছিলেন। বাকিরা ডিউটিতে থাকার কথা জানিয়েছে হাজিয়া এড়িয়ে গেছেন। অনিকেত ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

রাজু ঘোষের অভিযোগ

রাজু ঘোষ নামের জনৈক এক ব্যক্তি জানিয়েছেন, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের জুনিয়ার ডাক্তারদের ৫০০০ টাকা দিয়েছিলেন। কিন্তু তারা রশিদ দেয়নি। তাঁর অভিযোগ ছিল অনেক জুনিয়র ডাক্তার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ফান্ডের টাকা নিয়েছেন। সেই টাকা কোথায় কী কাজে ব্যবহার করা হচ্ছে। তা জানতে চেয়েই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে।

আরজি কর আন্দোলেনের সময়ই তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ক্রাউড ফান্ডিং করেছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিউআর কোডের মাধ্যমে টাকা তোলা হয়েছিল। রাজু ঘোষ অভিযোগ করেন তিনি টাকা দেওয়ার পরেও তাঁকে রশিন বা মানি রিসিট দেওয়া হয়নি। একাধিক জায়গা থেকে বিভিন্ন নামে টাকা তোলা হয়েছিল বলেও তাঁর অভিযোগ। রাজু আরও জানিয়েছেন, টাকা নিয়ে ডাক্তাদের কেউ কেউ সুবিধে পাচ্ছেন কিনা তা তদন্ত করে দেখা দরকার। জনসাধারণের টারা নিয়ে ডাক্তাররা কোনওভাবে সুবিধেভোগী হচ্ছেন কিনা তা খতিয়ে দেখতেই তদন্তের জন্যে পুলিশের কাছে অভিযোগ করেছেন রাজু। বিধাননগর কমিশনারেট, টালা থানা, লালবাজার-সহ একাধিক জায়গায় অভিযোগ দায়ের করেন রাজু। তারই ভিত্তিতেই নোটিশ পাঠান হয়েছে।

অনিকেতের বক্তব্য

অনিকেত মাহাত , আরজি কর আন্দোলনের সক্রিয় সদস্য। প্রথম সারির মুখ। তাঁকে এদিন জেরা করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, আন্দোলন পরিচালনার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ব্যক্তিগত অ্যাকাউন্টে তাঁরা টাকা তোলেননি। জয়েন্ট অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তাদের কাছে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, অডিট চলছে। সেটা শেষ হলে জনসাধারণের সামনে হিসেব পেশ করা হবে। তিনি আরও বলেছেন, অভিযোগের কপি দেওয়া হল পাবলিক ডোমেনে তিনি সরাসরি উত্তর দেবেন। তিনি আরও বলেছেন, এই জিজ্ঞাসাবাদ অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের