'মনে হয় এটা করলে খুব ভালো হবে,' প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া বাড়াতে পরামর্শ অনুব্রতর

Published : Feb 09, 2025, 03:09 PM ISTUpdated : Feb 09, 2025, 03:35 PM IST
Shocking story of  Anubrata and Sukanya Mandal

সংক্ষিপ্ত

রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডল বিভিন্ন ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন। সেই তিনিই এবার রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন।

সারা রাজ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। বহু প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে মুখ খুললেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তিনি রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ পরামর্শ দিলেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন অনুব্রত। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে গিয়েছিলেন অনুব্রত। সেখানেই তিনি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী অবশ্য অনুব্রতর এই পরামর্শ মানবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কী পরামর্শ দিয়েছেন অনুব্রত?

প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা বাড়ানো প্রসঙ্গে অনুব্রত বলেছেন, 'ব্রাত্য বসুকে বলব, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে একদমই পড়ুয়া নেই। কিছু প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজি মিডিয়াম করে দিতে বলব। মনে হয় এটা করলে খুব ভালো হবে। প্রাথমিক বিদ্যালয়ের মান যেমন করে হোক বৃদ্ধি করতে হবে। ওটাই আসল হাতেখড়ি। ছোটবেলায় আমরা বলতাম, প্রাথমিক থেকে হাতেখড়ি। যাতে ওর মান উন্নত হয়, আমার যা বলার আছে ব্রাত্যকেও বলব, দিদিকেও বলব।'

বীরভূমের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার লক্ষ্যে অনুব্রত

বীরভূমে গরু পাচার-সহ বিভিন্ন দুর্নীতিতে অনুব্রতর নাম জড়ায়। তিনি গ্রেফতার হন। তিহার জেলে ছিলেন অনুব্রত। তবে গত বছর তিনি জামিনে ছাড়া পেয়েছেন। এখন বীরভূমের রাজনীতিতে ফের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন অনুব্রত। তবে তাঁর সঙ্গে দলীয় নেতা কাজল শেখের দ্বৈরথ নিয়ে জেলার রাজনীতিতে চর্চা চলছে। সম্প্রতি অবশ্য অনুব্রত ও কাজলকে একই মঞ্চে দেখা যায়। তাঁরা পরস্পরকে উপহারও দেন। সাংবাদিকদের অনুব্রত বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রাম দেখতে বলেছেন। বড়ঞা যেতে বলেছেন। উনি বলেন, ওখানে সব সংগঠন ভালো রয়েছে।’ এই মন্তব্যের মাধ্যমে অনুব্রত বুঝিয়ে দিয়েছেন, দলে তাঁর গুরুত্ব বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গুরু দায়িত্বে অনুব্রত মণ্ডল, ২ বছর খালি রাখার পরে আবারও ফেরন হল পুরনো পদে

'শক্ত মাটি' মঙ্গলকোটের সতীপীঠে পুজো, সংগঠনে পুরনো দাপটে প্রত্যাবর্তনের লক্ষ্যে অনুব্রত

অনুব্রত বনাম চন্দ্রনাথের কোন্দল! তৃণমূলের পার্টি অফিসের দখল নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব বীরভূমে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News