Published : Feb 04, 2025, 03:18 PM ISTUpdated : Feb 04, 2025, 03:25 PM IST
১২ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবে মমতা সরকার। শিক্ষাক্ষেত্রে বড় চমক আসতে পারে, বিশেষ করে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি পেতে পারে। ২০১৭ সালের পর এবার বেতন বৃদ্ধির সম্ভাবনা, ৪৪ হাজার প্যারা টিচার উপকৃত হবেন।