বড় আপডেট! এক ধাক্কায় বাড়ছে মোটা অঙ্কের বেতন! সরকারী কর্মীদের মিলতে চলেছ সুখবর

Published : Feb 04, 2025, 03:18 PM ISTUpdated : Feb 04, 2025, 03:25 PM IST

১২ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবে মমতা সরকার। শিক্ষাক্ষেত্রে বড় চমক আসতে পারে, বিশেষ করে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি পেতে পারে। ২০১৭ সালের পর এবার বেতন বৃদ্ধির সম্ভাবনা, ৪৪ হাজার প্যারা টিচার উপকৃত হবেন।

PREV
110

রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

210

এরপর ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে মমতা সরকার।

310

তাই ২৬ এর নির্বাচনের আগে মমতা সরকারের এই পূর্ণাঙ্গ বাজেটে মিলতে পারে একাধিক চমক। এমনটাই মনে করছেন একাংশ।

410

অভিজ্ঞ ব্যক্তিত্বদের দাবী, রাজ্য বাজেটে শিক্ষা ক্ষেত্রেও বড় চমক দিতে পারেন মমতা সরকার।

510

এবার বেতন বৃদ্ধির প্রবল সম্ভবনা রয়েছে প্যারা টিচারদের।

610

জুনিয়র হোক বা হাই স্কুল সমস্ত প্যারা টিচারদের বেতন এই বাজেটে বৃদ্ধির আশা রাখছেন একাংশ।

710

শেষ ২০১৭ সালে বেতন বৃদ্ধি করা হয়েছিল প্যারা টিচারদের। তাই এবছরে তাদের বেতন বৃ্দ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।

810

রাজ্যের সমস্ত স্তর মিলিয়ে প্যারা টিচারের সংখ্যা প্রায় ৪৪ হাজার।

910

২০১৭ সাল থেকে প্যারা টিচারদের বেতন ৯৭৯৪ থেকে ১২৭৬৬ এর মধ্যে। সেই সঙ্গে স্পেশাল এডুকেটররা পান ১২,২৭১ টাকা।

1010

এবারে বাজেটে প্যারা টিচারদের বেতন বাড়লে সেই সংখ্যাটা বেশ কিছুটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

click me!

Recommended Stories