পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত! কী কী বদলাচ্ছে বিজেপি সরকার? জেনে নিন

নতুন সরকার আসার পরেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার

Anulekha Kar | Published : Jun 13, 2024 10:03 AM IST

খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের চারটি দরজাই! পুরীর মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত ওড়িশার নতুন বিজেপি সরকারের। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। এরপর প্রথম ক্যাবিনেট বৈঠকেই মন্দির নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মোহন মাঝি মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকে মন্দিরের চারটি দরজাই খোলা থাকবে।

Latest Videos

এ ছাড়াও পুরান মন্দিরের রক্ষণাবেক্ষণ করতে নতুন তহবিল তৈরি করার কথা বলেছেন নতুন সরকার। প্রায় ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, " রাজ্য সরকার পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজাই পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকল মন্ত্রীদের উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খোলা হবে। এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন।"

করোনার সময়ে মন্দিরের একটি দরজা খোলা রেখে বাকি সব কটি জানালা বন্ধ করে রাখা ছিল। অবশেষে খুলে গেল মন্দিরের সব ক'টি জানালা।

Share this article
click me!

Latest Videos

হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব
'যদি সত্যিই ডিভিসির উপরে অভিযোগ তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন?' প্রশ্ন নওশাদের
'জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কী বন্যার ছক মমতার?' নথি দেখিয়ে প্রশ্ন জগন্নাথের | Flood
Amta-য় বন্যা কবলিত মানুষদের পাশে সুকান্ত! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য | Howrah | Amta
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি