ঘর থেকে একটা তীব্র আওয়াজ হওয়ার পরেই উধাও ছাত্র! নিট পরীক্ষায় খারাপ ফল হওয়ার চরম পরিণতি

ঘর থেকে একটা তীব্র আওয়াজ হওয়ার পরেই উধাও ছাত্র! নিট পরীক্ষায় খারাপ ফল হওয়ার চরম পরিণতি

Anulekha Kar | Published : Jun 13, 2024 9:22 AM IST

নিট পরীক্ষায় ফল খারাপ হওয়ায় নিখোঁজ হল মেধাবী ছাত্র। পোলবার উচাই গ্রামের ঘটনা। স্কুলের ফার্স্ট বয় ছিল সৌদীপ। বাবা সুজয় ও মা দীপালী বাগের একমাত্র ছেলে। পড়াশুনোয় অত্যন্ত ভাল ছিল সুজয়। মামা-বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে। দিন রাত প্রস্তুতি নিয়েও লাভ হল না। নিট পরীক্ষায় খারাপ ফল করেছিল সে। কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সুজয়। হাজার খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি।

হুগলি কোলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সৌদীপ। একাধিক বিষয়ে গৃহশিক্ষকের পাশাপাশি কলকাতার বেশ কয়েকটা ইনস্টিটিউশনেও পড়াশুনা করত সৌদীপ। অনলাইন মক টেস্টেও প্রচুর নম্বর পেয়েছিল এই ছাত্র। ৭২০ তে ৬৭০ নম্বর পেয়েছিল। তাই সৌদীপ জানত যে সে নিট পরীক্ষায় ভালো ফল করবে। কিন্তু ৪ জুন ফল বেরতেই মাথায় হাত পড়ল তার। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে।

Latest Videos

এদিকে মা দীপালি পুত্রশোকে অসুস্থ হয়ে পড়েছেন।

দীপালী দেবী জানান, "সন্ধেয় লুচি-তরকারি খাবে বলল ছেলে। দোতলায় নিজের ঘরে ছিল। ৮টা নাগাদ একটা শব্দ হল। আমি আর ওর বাবা গিয়ে দেখি, ঘরে নেই। তারপর খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের লোকজন প্রতিবেশীরা সবাই মিলে খুঁজতে শুরু করে। কোনও সন্ধান মেলে না। গত ২ বছর ধরে খুব খেটেছে। বই মুখে দিয়ে পড়ে থাকত। আমরা কোনও চাপ দিতাম না। পরিশ্রম করেছিল। ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে। কিন্তু কী যে হল!" পরে পুলিশে ডায়রি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সৌদীপের কোনও খোঁজ পাওয়া যায়নি।

Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা