ঘর থেকে একটা তীব্র আওয়াজ হওয়ার পরেই উধাও ছাত্র! নিট পরীক্ষায় খারাপ ফল হওয়ার চরম পরিণতি

Published : Jun 13, 2024, 02:52 PM IST
CBSE Supplementary Exam 2024 tentative date sheets released

সংক্ষিপ্ত

ঘর থেকে একটা তীব্র আওয়াজ হওয়ার পরেই উধাও ছাত্র! নিট পরীক্ষায় খারাপ ফল হওয়ার চরম পরিণতি

নিট পরীক্ষায় ফল খারাপ হওয়ায় নিখোঁজ হল মেধাবী ছাত্র। পোলবার উচাই গ্রামের ঘটনা। স্কুলের ফার্স্ট বয় ছিল সৌদীপ। বাবা সুজয় ও মা দীপালী বাগের একমাত্র ছেলে। পড়াশুনোয় অত্যন্ত ভাল ছিল সুজয়। মামা-বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে। দিন রাত প্রস্তুতি নিয়েও লাভ হল না। নিট পরীক্ষায় খারাপ ফল করেছিল সে। কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সুজয়। হাজার খোঁজাখুঁজির পরেও তার খোঁজ মেলেনি।

হুগলি কোলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সৌদীপ। একাধিক বিষয়ে গৃহশিক্ষকের পাশাপাশি কলকাতার বেশ কয়েকটা ইনস্টিটিউশনেও পড়াশুনা করত সৌদীপ। অনলাইন মক টেস্টেও প্রচুর নম্বর পেয়েছিল এই ছাত্র। ৭২০ তে ৬৭০ নম্বর পেয়েছিল। তাই সৌদীপ জানত যে সে নিট পরীক্ষায় ভালো ফল করবে। কিন্তু ৪ জুন ফল বেরতেই মাথায় হাত পড়ল তার। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে।

এদিকে মা দীপালি পুত্রশোকে অসুস্থ হয়ে পড়েছেন।

দীপালী দেবী জানান, "সন্ধেয় লুচি-তরকারি খাবে বলল ছেলে। দোতলায় নিজের ঘরে ছিল। ৮টা নাগাদ একটা শব্দ হল। আমি আর ওর বাবা গিয়ে দেখি, ঘরে নেই। তারপর খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের লোকজন প্রতিবেশীরা সবাই মিলে খুঁজতে শুরু করে। কোনও সন্ধান মেলে না। গত ২ বছর ধরে খুব খেটেছে। বই মুখে দিয়ে পড়ে থাকত। আমরা কোনও চাপ দিতাম না। পরিশ্রম করেছিল। ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে। কিন্তু কী যে হল!" পরে পুলিশে ডায়রি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সৌদীপের কোনও খোঁজ পাওয়া যায়নি।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?