বিরাট আপডেট, মমতা সরকারের এক ঘোষণায় মাথায় হাত সরকারি কর্মীদের! কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গাপুজোর আগে বড় আপডেট রাজ্য সরকারি কর্মীদের জন্য। তাঁদের জন্য শুরু হয়েছে নয়া কড়াকড়ি। আর সেই বার্তা শুনে কার্যত মাথায় হাত সরকারি কর্মীদের।

Parna Sengupta | Published : Sep 10, 2024 8:37 AM IST

110

সোমবার নবান্নে (Nabanna) বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের বৈঠকের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বার্তা দেন মমতা।

210

সম্প্রতি নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, নানা কারণ দেখিয়ে ছুটি, কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না। কাজে গতি আনতে নির্দেশ দেওয়া হয়েছিল।

310

এবার ফের সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, পুজোর সময় অফিসাররা ছুটি চাইবেন না। আগে দুর্গাপুজো-সহ উৎসবের মরশুমে ঠিকভাবে কাজ সামলান আপনারা। এমন বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

410

মমতা বলেন, 'আমি প্রত্যেকটা অফিসারকে বলছি, পুজোর আগে দয়া করে কেউ ছুটি চাইবেন না। আগে উৎসবের দিনগুলো পার করতে দিন।'

510

এদিনের বৈঠক থেকে পুজোর প্রস্তুতি নিয়ে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঠিক কোন কোন বিষয়ের উপর বাড়তি নজর দিতে হবে, সেই নিয়ে রাজ্যের আমলা, অফিসার এবং সরকারি কর্মচারীদের নির্দেশ দেন মমতা।

610

অক্টোবর মাসে একটানা ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর ছুটি থাকবে।

710

এরপর দুর্গাপুজোর শুরু। সেই উপলক্ষে আগামী ৭ অক্টোবর চতুর্থীর দিন থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে।

810

এবছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর। তারও একদিন বাদে শেষ হবে ছুটি।

910

এরপর কালীপুজোর উপলক্ষে আগামী ৩১ অক্টোবর ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees)। তার পরের দিন আগামী ১ নভেম্বর ছুটি থাকছে।

1010

আগামী ৪ নভেম্বরও ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ভাইফোঁটার পরদিন হওয়ায় সেদিন ছুটি পাবেন তারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos