আজ মঙ্গলবারেও রেহাই নেই বৃষ্টির থেকে। গোটা দিনে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা আছে প্রবল। এমনই আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির আশঙ্কা আছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৩ জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি। সব মিলিয়ে গোটা দিন কাটবে বৃষ্টির মধ্য দিয়ে।
হাওয়া অফিস সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে।
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আজ বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৪ শতাংশে। সে কারণে আজ আর্দ্রতা জনিত স্বস্তি থাকবে।
আজ মঙ্গলবার বঙ্গের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি। তেমন গরম পড়ার সম্ভাবনা নেই আজ। আজ বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়।
হাওয়া অফিস সূত্রের খবর, আজ রাতে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমদিকে এবং মধ্য পশ্চিমদিক বরাবর ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে, খারাপ আবহাওয়ার পরিস্থিতি আজও থাকবে।
সারাদিন কাটবে বৃষ্টির মধ্য দিয়ে। আজ সকালে আকাশ পরিষ্কার থাকলেও সেভাবে রোদ দেখা যায়নি। তবে, তাপমাত্রা যে আগের থেকে কম তা অনুভূত হচ্ছে সকাল থেকে।
সব মিলিয়ে গোটা দিন হতে পারে বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ বিভিন্ন জেলায় আছে বৃষ্টির সম্ভাবনা।