বঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন ২৫ নভেম্বর? আলোচনায় অপরাজিত বিল-সহ একাধিক বিষয়

২৫ নভেম্বর থেকে শুরু হতে পরে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। আলোচনা হতে পারে ১০০ দিনের কাজ সহ একাধিক বিষয় নিয়ে।

 

Saborni Mitra | Published : Nov 1, 2024 7:10 AM IST / Updated: Nov 01 2024, 12:41 PM IST

খুব তাড়াতাড়ি শুরু হবে পশ্চিমবঙ্গে বিধানসভার শীতকালীন অধিবেশন। সূত্রের খবর আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে পারে শীতকালীন অধিবেশন। সেখানে আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা নিয়ে আলোচনা হতে পরে। পাশাপাশি আলোচনা হতে পারে অপরাজিতা বিল নিয়েও। কারণ বিলটি এখনও রাষ্ট্রপতির কাছ থেকে সই হয়ে এসে পৌঁছায়নি।

আবাস যোজনার পাশাপাশি ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার এই দুই প্রকল্প নিয়ে একটি ইতিবাচক প্রস্তাব বিধানসভায় আনতে পারে রাজ্য সরকার। তেমনই খবর সূত্রের।

Latest Videos

অন্যদিকে আরজি কর আন্দোলনের পর এটাই হতে চলেছে প্রথম বিধানসভার পূর্ণাঙ্গ অনুষ্ঠান। আগেই ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষকদের ফাঁসি দিতে অপরাজিত বিল পাশ করা হয়েছে বিধানসভায়। কিন্তু সেই বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এখনও সই হয়ে আসেনি। এবার শীতকালীন অধিবেশনে সেই নিয়ে আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর। পাশপাশি আরজি কর ইস্যুতেও আলোচনা হতে পারে। কারণ আরজি আন্দোলনের সময়ই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বেআব্রু দশা প্রকট হয়েছে। যা নিয়ে রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

সবমিলিয়ে শীতকালীন বিধানসভা অধিবেশনও শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তাল হতে পারে। কারণ এবারও আবাস যোজনা, ১০০ দিনের কাজ প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। তবে শাসক - বিরোধী এখন স্পষ্ট করেনি কী কী নিয়ে আলোচনা হতে পারে বিধানসভার অধিবেশনে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
বোমাতঙ্ক! Bhatpara-এ বিজেপি নেতার বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ওটা কী পড়ে! দেখুন | Bhatpara News Today
'যে রাজ্যে শিল্প স্বাস্থ্য শিক্ষা অধঃপতনে সেই রাজ্যের কোনদিন উন্নতি হতে পারে না' বিস্ফোরক শান্তনু
'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi