Birbhum: মাঠে বসেই অবাধে চলছে বোমা বাঁধার কাজ, ভিডিয়ো দেখিয়ে সরব ব্লক সভাপতি

Published : Jul 03, 2025, 10:32 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Birbhum News:ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্ধ। এবার খোদ ভাইরাল সমাজ মাধ্যমে বোমা বাঁধার ভিডিয়ো। ভিডিয়ো ও ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতির। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Birbhum News: অবাধে চলছে বোমা বাঁধার কাজ। অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা। কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। সংবাদমাধ্যমের কাছে ভিডিয়ো ও ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলামের। আর তাতেই শুরু রাজনৈতিক তর্জা। নুরুল ইসলামের দাবি, সিউড়ি ২ ব্লকের অন্তর্গত হাড়াইপুর গ্রামে এইভাবেই দুষ্কৃতীরা বুধবার রাতে বোমা বাঁধছে। এলাকাকে অশান্ত করার জন্য এই সব সমাজ বিরোধী কাজ হচ্ছে। কিন্তু পুলিশকে জানিয়েও লাভ হয়নি৷ যদিও এই দুষ্কৃতীদের পিছনে কাদের মদত রয়েছে তা তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

প্রসঙ্গত, সিউড়ি ২ ব্লক গত কয়েকমাস ধরে তৃণমূল গোষ্ঠী কোন্দল বারবার সামনে এসেছে। মূলত কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের বারবার দ্বন্দ্ব বেঁধেছে। এরই মাঝে ২০ জুন ওই ব্লকের দমদমা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ির পিছনে বোমা ফাটার ঘটনা ঘটে। 

এমনকি দিন দুয়েক আগে ওই ব্লকেই শাসক দলের নেত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ। তাতেও অভিযোগ তির ওঠে অপর গোষ্ঠীর দিকে। এছাড়া গত এপ্রিল মাসে ওই পুরন্দরপুরে ব্লক কার্যালয়ের সামনে দুই গোষ্ঠীর সংঘাত বাঁধে। এমনকি এক তৃণমূল কর্মীর কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া একাধিক বার বোমাবাজির অভিযোগও ওঠে। এরই মাঝে শাসক দলের এই বিস্ফোরক অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর এলাকায় একটি পরিতক্ত সিনেমা হলের মধ্য থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ববুধবার গভীর রাত্রে পুলিশ ওই সিনেমা হলের মধ্য থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। ফতেপুর এলাকায় শীতলা টকিজ নামে ওই সিনেমা হলটি ২/৩ বছর ধরেই বন্ধ হয়ে পরিতক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই ঘরের মধ্যে থেকে এইভাবে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সিনেমা হলের মালিকের ছেলে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে ঘরের মধ্যে একটি দেহ পড়ে রয়েছে। এরপরেই ফলতা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দেহটি উদ্ধার করে । এবং ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

আরও জানা গিয়েছে, ওই সিনেমা হলের নিচেই একাধিক দোকানপাট রয়েছে। কিন্তু তারপরেও কিভাবে ওই ব্যক্তির দেহ ওই পরিত্যক্ত সিনেমা হলের মধ্যে থেকে পাওয়া গেল তা নিয়ে  তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ফলতা থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তির পরিচয় শনাক্তকরণ করেছে। ওই ব্যক্তির নাম সম্ভু। তিনি ফলতা থানার চালওয়ারি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, শম্ভু আগে ওই টকিজে কাজও করতো। তবে কিভাবে তার দেহ ওই পরিত্যক্ত সিনেমা হলের মধ্যে এলো তারই তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?