Bengal BJP: কাঁথিতে সৌমেন্দু - বালুরঘাটে সুকান্ত, রইল বিজেপির বাংলার ২০ প্রার্থীর নামের তালিকা

বিজেপি প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে বাংলার ২০ প্রার্থী। তালিকায় সবথেকে বড় চমক সৌমেন্দু অধিকারীর নাম। 

Saborni Mitra | Published : Mar 2, 2024 2:34 PM IST / Updated: Mar 02 2024, 08:10 PM IST

প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ২০ জন প্রার্থী। তালিকায় নাম রয়েছে নিশীথ প্রামানিক , সুকান্ত মজুমদারের মত হেভিওয়েট প্রার্থীদের নাম। তবে প্রার্থী তালিকায় বড় চকম হল সৌমেন্দু অধিকারীর নাম। সম্ভবত তাঁর প্রতিপক্ষ হতে পারেন তৃণমূলের দেব। দীর্ঘ দিন ধরেই কাঁথির অধিকারী বাড়ি ছিল চর্চায়। অনেকেই মনে করেছিল প্রার্থী হবেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু। তাঁর দলবদল নিয়েও চর্চা শুরু হয়েছিল। কিন্তু তারই মধ্যে কাঁথি থেকে বিজেপি প্রার্থী করল শুভেন্দুর অন্য ভাই সৌমেন্দু অধিকারীকে। কাঁথি দীর্ঘ দিন ধরেই অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত। একটা সময় শুভেন্দু অধিকারী কাঁথির সাংসদ ছিলেন। তাই প্রশ্ন এবার তৃণমূল না বিজেপি কার দখলে যাবে কাঁথি।

 

বাংলার ২০ জন বিজেপি প্রার্থীঃ

কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামানিক

আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা

বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার

মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু

মালদা দক্ষিণের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

বহরমপুরের প্রার্থী নির্মল কুমার শাহ

মুর্শিদাবাদের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ

রানাঘাটের প্রার্থী জগন্নাথ ঘোষ

বনগার প্রার্থী শান্তনু ঠাকুর

জয়নগরের প্রার্থী অশুক কান্ডারী

যাদবপুরের প্রার্থী অনির্বান গঙ্গোপাধ্যায়

হাওড়ার প্রার্থী রথীন চক্রবর্তী

হুগলিতে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারী

ঘাটালের প্রার্থী হীরন্ময় চট্টোপাধ্যায় (হিরন)

পুরুলিয়ার প্রার্থী জ্যোর্তিময় সিং মাহাতো

বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকার

বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁ

আসানসোলের প্রার্থী পাবন সিং

বোলপুরের প্রার্থী প্রিয়া সাহা

বিজেপির প্রথম প্রার্থী তালিকার বিশিষ্ট ব্যক্তিত্ব

প্রথম প্রার্থী তালিকায় নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর নাম। তিনি পোরবন্দর কেন্দ্র থেকে লড়বেন। গুজরাটের ২৬টির মধ্যে ১৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিরন রিজিজু অরুণাচল পশ্চিম আসন থেকে লড়বে। তাপির গাও অরুণাচল পূর্বের প্রার্থী। সাংসদ বিষণ পাদা রায় আন্দামান ও নিকোবর থেকে প্রার্থী হচ্ছে। সর্বানন্দ সোনোয়াল ডিব্রুগড়ের প্রার্থী। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিদিশা কেন্দ্রের প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গুনা কেন্দ্রের প্রার্থী। এখনও প্রার্থী করা হয়নি মধ্যপ্রদেশের বিতর্কিত নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুরকে। কেরলে বিজেপির মন্ত্রী ভি মুরালিধরন ও রাজীব চন্দ্রশেখরকে আটিঙ্গাল ও তিরুবন্তপুরম থেকে প্রার্থী করা হয়েছে।

Share this article
click me!