TMC vs BJP: মুসলমানরা কি আদৌ লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন? স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী

Published : Mar 02, 2024, 03:29 PM IST
modi mamata

সংক্ষিপ্ত

শুক্রবার বাংলায় এসে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ‘মুসলিম তোষণের’ অভিযোগ তুলেছেন মোদী।

বাংলায় এসে বঙ্গের ভোট সমীকরণ নিয়েই সাধারণ ভোটারদের সচেতন করলেন বিজেপির প্রধানতম নেতা নরেন্দ্র মোদী (Narendra Modi) । চলতি বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) মুসলিমদের পক্ষের ভোট তৃণমূলের বাক্সে পড়বে না বলেই ভবিষ্যদ্বাণী করলেন নমো। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে ‘মুসলিম তোষণের’ অভিযোগও তুলেছেন মোদী। 


শুক্রবার আরামবাগে বিজেপির জনসভায় বক্তব্য রাখার প্রায় সূচনাতেই সন্দেশখালি সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, আপনার কাছে কিছু ভোটের মূল্য কি মা-বোনেদের কষ্টের থেকেও বেশি?’’

 

সন্দেশখালির মূল অভিযুক্ত শাহজাহান শেখকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছে পুলিশ। তারপরেও বাংলার শাসকদল তৃণমূলকে (TMC) খোঁচা মেরে মোদী বলেন, ‘‘তৃণমূলের নেতা সন্দেশখালিতে মা-বোনেদের উপর অত্যাচারের সব সীমা পার করে দিয়েছে! যখন এর বিরুদ্ধে মহিলারা আওয়াজ তুললেন, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন, তখন তার বদলে তাঁরা কী পেলেন? মুখ্যমন্ত্রী সমস্ত শক্তি লাগিয়ে দিলেন অপরাধীকে বাঁচাতে!’’


বিজেপি সূত্রে জানা গেছে যে, এই মন্তব্যে ‘কিছু ভোট’ বলতে তিনি বাংলার মুসলমান মানুষদের ভোটের কথাই বলেছেন। একই সঙ্গে অভিযুক্ত শাহজাহানকেও ‘মুসলিম’ বলেই আঙুল তুলেছেন নরেন্দ্র মোদী। এই রাজ্যে মুসলিমরা লোকসভা নির্বাচনে কী করবেন, সেবিষয়ে বলতে গিয়ে মোদী বলেন, ‘‘মুসলিম ভাইবোনেরা এ বার তৃণমূলকে শিক্ষা দেবে। তৃণমূলের বিদায়ের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।’’ যার জবাবে শান্তনু বলেন, ‘‘মোদীর আমলে দেশে সংখ্যালঘুদের কী অবস্থা, তা সারা দেশ জানে। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ধর্মের মানুষ এক ছাতার তলায়। কেউই বিকল্প খুঁজতে যাবেন না।’’


-
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ