বঙ্গেও ভোটের আগে SIR? ৩০০০ নেতা-কর্মীদের নিয়ে বড় পদক্ষেপ BJP শিবিরে

Published : Jul 25, 2025, 05:01 PM ISTUpdated : Jul 25, 2025, 05:03 PM IST

BJP on SIR: বিহারের মত পশ্চিমবঙ্গেও হতে পারে ভোটার তালিকার নিবির সংশোধন (SIR)। এখনও নির্বাচন কমিশন কিছু ঘোষণা করেনি। কিন্তু ২০২৬ সালে বঙ্গ বিধানসভা নির্বাচন। তাই বিহারের মত এই রাজ্যেই ভোটার তালিকা সংশোধন করা হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক দলগুলি।

PREV
15
বঙ্গেও SIR?

বিহারের মত পশ্চিমবঙ্গেও হতে পারে ভোটার তালিকার নিবির সংশোধন (SIR)। এখনও নির্বাচন কমিশন কিছু ঘোষণা করেনি। কিন্তু ২০২৬ সালে বঙ্গ বিধানসভা নির্বাচন। তাই বিহারের মত এই রাজ্যেই ভোটার তালিকা সংশোধন করা হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক দলগুলি। কিন্তু এই ভোটার তালিকা সংশোধন হলে কী কী করতে হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।

25
TMC Vs BJP

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার জন্য দলের কর্মীদের কেন প্রশিক্ষণ দিচ্চে গেরুয়া শিবির? প্রশিক্ষণপ্রাপ্তরা কী কাজ করবেন? তাই এক নজরে দেখে নিন। যদিও বিজেপির বিরোধী শিবির তৃণমূল কংগ্রেস এখনও SIRএর তীব্র বিরোধিতা করে যাচ্ছে। অনেকেই বলছে তৃণমূল এই প্রক্রিয়ায় বাধ সাধবে। কিন্তু মুখে ভোট বয়কট করবে কিনা তা নিয়ে মুখ খোলেনি। যদিও সংসদে বিরোধিতা করছে তৃণমূল। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজ্যে ভোটার লিস্টের নিবির সংশোধন দাবি করেছেন।

35
দুই ধাপে প্রশিক্ষণ

বিজেপি সূত্রের খবর, দলের নেতা ও কর্মীদের দুই ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে।

ধাপদুটি হলঃ

  • একটি বিএলও ১- এটি বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ।
  • অন্যটি বিএলও ২। যা বুথভিত্তিক। প্রত্যেক বিধানসভায় তিনজন করে বিএলও ওয়ান থাকছেন। তিন জনের নাম ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ও ডিস্ট্রিক এলেকশন অফিসার বা জেলাশাসকের কাছে জমা দিতে হবে।
45
কর্মীর সংখ্যা

বিএলও ওয়ান হিসাবে যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাই বিএলও টু-দের প্রশিক্ষণ দেবেন। বিএলও ওয়ান হিসাবে তিন থেকে সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি। আগামী ২০ অগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণ। বিজেপি সূত্রের খবর, ভোটার তালিকা সংশোন একটি নতুন প্রক্রিয়া। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করার ব্যবস্থা করে দিতেই এজাতীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা বিজেপির।

55
প্রশিক্ষণের কারণ

বিজেপি সূত্রের খবর ভোটার তালিকার জন্য নাগরিকদের একাধিক নথি জমা দিতে হবে। ১১টি নথির একটি তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। সেগুলি ভোটারদের পরিচয়পত্র হিসেবে চিহ্নিত করা হবে। যদিও বিহারের ক্ষেত্রেই এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বাংলার ক্ষেত্রও প্রায় একই প্রক্রিয়া নিতে পারে নির্বাচন কমিশন। তেমনই মনে করছে রাজনৈতিক দলগুলি। সেই কারণে বিহারের পরিস্থিতি খতিয়ে দেখেই রাজ্যে বিজেপি প্রশিক্ষণ দেওয়ার কথা চিন্তাভাবনা করছে

Read more Photos on
click me!

Recommended Stories