হুমায়ুন কবীরের মন্তব্যেই দিলীপ ঘোষ 'অভিসন্ধি' খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, 'আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন সেসব শুধু ওঁর ইচ্ছে নয়, তৃণমূলও চাইত। যেদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাচ্ছে ২০২৬ সালে যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাতে অবাক হওয়ার কিছু নেই।' তিনি এখানেই শেষ করেননি। বলেছেন, রাজ্যের পরিস্থিতি যে দিকে এগিয়ে যাচ্ছে তাতে ISF বা নতুন যে দলের কথা উঠছে -১০০টা সিট যদি মুসলিমরা জেতা বা জেতার মত পরিস্থিতি হয় তাহলেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে পারেন মুসলিম।