২০২৬-এ পশ্চিমবঙ্গে মুসলিম উপমুখ্যমন্ত্রী? কেন দিলীপ ঘোষের এই আশঙ্কা

Published : Jul 24, 2025, 09:07 PM ISTUpdated : Jul 24, 2025, 09:10 PM IST

Dilip Ghosh: নতুন দল গঠন করতে চলছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। সেই প্রসঙ্গেই দিলীপ ঘোষের মন্তব্য রাজ্যে হতে পারে মুসলিম উপমুখ্যমন্ত্রী।

PREV
15
দিলীপ ঘোষের মন্তব্য

২০২৬ সালে পশ্চিমবঙ্গের উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন কোনও মুসলিম ব্যক্তি। হঠাৎ করেই এমন জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে কে এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তা অবশ্য স্পষ্ট করে জানানি বিজেপি নেতা। কিন্তু তিনি রাজ্যের দাবাং নেতা। তাই তাঁর মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও রাজ্যে বর্তমানে কোনও উপমুখ্যমন্ত্রী নেই।

25
হুমায়ুন কবীরের নতুন দল

নতুন দল তৈরি চিন্তাভাবনা করেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। যদিও তিনি স্পষ্ট করে বলেননি। কিন্তু দলীয় কর্মীদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। তাই 'দেখিয়ে দেওয়ার' নতুন দল তৈরি করতে পারেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর। কিন্তু তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরই দিলীপ মুসলিম উপমুখ্যমন্ত্রীর তত্ত্ব খাড়া করেছেন।

35
দিলীপ ঘোষ বলেছেন

হুমায়ুন কবীরের মন্তব্যেই দিলীপ ঘোষ 'অভিসন্ধি' খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, 'আমার যেটা মনে হচ্ছে, এতদিন উনি যেসব ডায়লগ দিতেন সেসব শুধু ওঁর ইচ্ছে নয়, তৃণমূলও চাইত। যেদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যাচ্ছে ২০২৬ সালে যদি কোনও মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাতে অবাক হওয়ার কিছু নেই।' তিনি এখানেই শেষ করেননি। বলেছেন, রাজ্যের পরিস্থিতি যে দিকে এগিয়ে যাচ্ছে তাতে ISF বা নতুন যে দলের কথা উঠছে -১০০টা সিট যদি মুসলিমরা জেতা বা জেতার মত পরিস্থিতি হয় তাহলেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হতে পারেন মুসলিম।

45
মুসলিম উপমুখ্যমন্ত্রী

দিলীপ ঘোষ বলেছেন, এবার বলবেন যে দল উপমুখ্যমন্ত্রী করবে মুসলিমদের তাদেরই সমর্থন করবে মুসলিমদের দলগুলি। পরেবার এই দলগুলি থেকেই মুসলিম মুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। তিনি বলেছেন, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ।

55
মমতাকে নিশানা

দিলীপ ঘোষ বলেছেন 'বামপন্থীরা রাস্তা করে দিয়েছিল। সেই রাস্তা ধরেই গাড়ি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে। মমতা সবটা জানেন।' তবে তিনি স্পষ্ট করে দেন, তারা ভাগাভাগিতে বিশ্বাস করেন না। বিজেপির স্লোগানের কথাও মনে করিয়ে দেন। তিনি বলেন,. 'সব কা সাথ সবকা বিকাশ' এটাই বিজেপির ঘোষিত নীতি।

Read more Photos on
click me!

Recommended Stories