Weather Updates: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সকাল থেকে বৃষ্টি শহরে, ভাসতে পারে একাধিক জেলা, রইল আপডেট

Published : Jul 25, 2025, 06:51 AM ISTUpdated : Jul 25, 2025, 07:00 AM IST

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে।

PREV
16

 বাড়ছে উইফার প্রভাব। ভোর থাকতে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। শহর কলকাতা তো বটেই বিভিন্ন জেলাতেও হচ্ছে বৃষ্টি। সকাল থেকে চলছে বৃষ্টি পাত আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে ভারী বৃষ্টিতে ভাসতে পারে একাধিক জেলা, দেখে নিন আজকের আবহাওয়ার আপডেট। 

26

সূত্রের খবর, আজ শুক্রবার মূলত মেঘলা আকাশ থাকবে। তেমনই নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজ অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সব মিলিয়ে ফের অস্বস্তিতে জেলার মানুষজন। শেষ কদিন বৃষ্টি বন্ধ হতে স্বস্তি পেয়েছিলেন সকলে। এবার ফের শুরু হবে বৃষ্টিপাত।

36

আজ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, হাওড়া ও কলকাতায় আছে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলায়তেই হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি।

46

শনি ও রবিরার অর্থাৎ উইকেন্ডেও হবে বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূমে হবে বৃষ্টি।

56

রবিবারও হবে ভারী বৃষ্টি। এই দিন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি। সোমবার থেকে আরও বৃষ্টি বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। এদিকে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোনও কোনও জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শুক্রবার থেকে বাড়বে সেই বৃষ্টির পরিমান। সকাল থেকেই বিভিন্ন জেলায়  

66

তেমনই সপ্তাহান্তে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুুয়ারে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সহ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

Read more Photos on
click me!

Recommended Stories