জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিতর্কে তৃণমূলের আদিবাসী সেলের চেয়ারম্যান

Published : Jan 19, 2026, 11:57 AM IST
EC Gyanesh Kumar

সংক্ষিপ্ত

Burdwan News: জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য বর্ধমানের তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেব টুডুর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Burdwan News: জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য! বিজেপি না ছারলে এখানে বাস করতে দেবো না-হুমকি তৃণমূল নেতার! কড়া প্রতিক্রিয়া বিজেপি-র। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেব টুডু।

 পূর্ব বর্ধমানের কালনা দু’নম্বর ব্লকের সিঙেরকোন দোলতলায় তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে আদিবাসী ও মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি এসআইআর (SIR) প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়।

বিস্ফোরক অভিযোগ আদিবাসী সেলের চেয়ারম্যানের 

এই অভিযোগের প্রতিবাদ জানাতেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দেব টুডু বলেন, মুসলিমদের নামের পদবী নিয়ে বিভ্রান্তির অজুহাতে নাম বাদ দেওয়া হচ্ছে—কেউ ‘শেখ’, কেউ ‘সেখ’ লেখেন বলে তাঁদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে কড়া ভাষায় আক্রমণ করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

দেব টুডুর বক্তব্যে হুমকিসূচক মন্তব্যও উঠে আসে বলে অভিযোগ। তিনি বলেন মুসলিমরা নামের পদবীর শেষে কেউ শেখ আবার কেউ সেখ লেখেন তার জন্য নাম বাদ! তোর বাবাদের জবাব দেব পাচন দিয়ে জবাব দেব। আমরা জ্ঞানেশ কুমার কে ধরতে যাব না, জ্ঞানেশ কুমারের যা ভাই আছে আমাদের পাড়ায়, তাদেরকে বলতে হবে, বিজেপি না ছারলে এখানে বাস করতে দেবো না। 

এ প্রসঙ্গে বিজেপি নেতা পার্থপ্রতিম তা তার তীব্র সমালোচনা করেছেন। বারবার বিজেপি কর্মীদের মারের হুমকি দিয়ে তিনি সংবাদ শিরোনামে আসতে চাইছেন বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।

অন্যদিকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন।ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ২০২৬-এ মাধ্যমিক (ক্লাস X) পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না—এই মর্মে স্পষ্ট সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ECI)। বুধবার, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘বিহারের পর বাংলাতেও শেষ হবে মহাজঙ্গলরাজ!’ সিঙ্গুরে মোদীর মেগা সভায় বিস্ফোরক শুভেন্দু
পাখির চোখ 'বাংলা দখল', BJP সভাপতি হয়ে এই মাসেই বঙ্গে আসতে পারেন নীতিন নবীন