দলের কাজে দিল্লিতে দিলীপ ঘোষ, মোদীর দুর্গাপুরের সভায় গরহাজির বিজেপি নেতা

Saborni Mitra   | AFP
Published : Jul 18, 2025, 12:17 PM IST

দিলীপ ঘোষের দুর্গাপুরে মোদীর সভায় যোগদান নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সভার দিনই দিল্লি গেলেন দিলীপ। দিলীপের দিল্লি সফর নিয়ে জল্পনা তুঙ্গে।  

PREV
110

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। কিন্তু এই সভায় থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ।

210

কয়েক দিন ধরেই দিলীপ ঘোষের দুর্গাপুরে মোদীর সভায় যোগদান নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সভার দিনই দিল্লি গেলেন দিলীপ।

310

দিলীপ ঘোষ নিজেই সাংবাদিকদের বলেছিলেন তিনি দুর্গাপুরের মোদীর সভায় উপস্থিত থাকবেন। তিনি জানিয়েছিলেন তিনি দলের কর্মীদের সঙ্গে একই সঙ্গে মোদীর ভাষণ শুনবেন।

410

কিন্তু কী এমন হল যে দিলীপের দিল্লি যাওয়া হল না! দিলীপ ঘোষ শুক্রবার সকালেই দিল্লি উড়ে গেলেন। যদিও তিনি জানিয়েছেন দলের কাজেই দিল্লি যাচ্ছেন তিনি।

510

দিল্লি যাওয়ার সময় দিলীপ সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মোদীর সভার জন্য তাকে দল ডাকেনি। দুর্গাপুরের সাধারণ নেতাকর্মীরাই তাকে ডেকেছিলেন। তিনিও দলের কর্মীদের ডাকে সাড়া দিয়ে মোদীর সভায় উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন।

610

কিন্তু দিল্লি কেন?

সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, দল হয়তো চায় না তিনি মোদীর সভায় দুর্গাপুরে উপস্থিত থাকবেন। সেই কারণেই দল তাকে দুর্গাপুরে যাওয়ার কথা বলেননি। তিনি জানিয়েছেন, তিনি দুর্গাপুরে গেলে কারও কারও অস্বস্তি হতে পারে। সেই জন্যই তিনি দুর্গাপুরে যাচ্ছেন না।

710

দিলীপ জানিয়েছেন, দিল্লিতে বিশেষ কাজে তিনি যাচ্ছেন। বলেছেন 'পার্টির কাজেই দিল্লি যাচ্ছি।' যদিও রাজ্য বিজেপির ছোটবড় অধিকাংশ নেতাই দুর্গাপুরে রয়েছেন। কিন্তু দিলীপ দুর্গাপুরে যাননি।

810

শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই দিলীপ ঘোষ রীতিমত সক্রিয় হচ্ছেন। বিজেপির রাজ্য দফতর সল্টলেকেও গিয়েছেন। তিনি নিজে থেকেই গ দুর্গাপুরের জনসভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন।

910

দিলীপের এই সক্রিয়তায় সবথেকে অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলীপ-শুভেন্দুর সম্পর্ক যে যথেষ্ট স্বাভাবিক তা নয়। সেই কারণেই বিজেপিতে দিলীপকে নিয়ে চাপানউতোর বাড়ছে।

1010

দিলীপ ঘোষের স্ত্রীকে নিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দলে দলে দিলীপ ঘোষ মোটের ওপর একঘরে হয়ে রয়েছেন। তেমনই জল্পনা বিজেপিতে। কারণ দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান বিজেপি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই সেখানে দিলীপের সফর দল অনুমোদন করেনি।

Read more Photos on
click me!

Recommended Stories