- Home
- West Bengal
- West Bengal News
- শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর জনসভা দুর্গাপুরে, সুকান্ত থেকে শমীক - সকলেই রীতিমত তৎপর
শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর জনসভা দুর্গাপুরে, সুকান্ত থেকে শমীক - সকলেই রীতিমত তৎপর
মোদীর জনসভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব দুর্গাপুরে রয়েছে। মোদীর সভার দায়িত্বে রয়েছেন, সুনীল বনসাল। তিনি এক সপ্তাহ ধরেই দুর্গাপুরে একাধিক বৈঠক করেছেন।

রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফর। দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম সভা করবেন তিনি।
মোদীর জনসভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব দুর্গাপুরে রয়েছে। মোদীর সভার দায়িত্বে রয়েছেন, সুনীল বনসাল। তিনি এক সপ্তাহ ধরেই দুর্গাপুরে একাধিক বৈঠক করেছেন।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার মোদীর সভার প্রস্তুতির জন্য বিশেষ পদক্ষেপ করেছেন।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের যে সফরসূচি সরকারি ভাবে পাঠানো হয়েছে রাজ্যের প্রশাসন, পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর কর্তা এবং রাজ্যপালের কাছে, তা শেষ মুহূর্তে বদলে না-গেলে শুক্রবার সকালে এমনই অভিনব ছবি তৈরি হতে চলেছে দুর্গাপুরে।
রাজ্য বিজেপি বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার ২টোর মধ্যে দুর্গাপুর পৌঁছে যাবেন। সেখানের প্রস্তুতি খতিয়ে দেখবেন।
মোদীর সভার প্রস্তুতিপর্বের তত্ত্বাবধনে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, সৌমেন্দু অধিকারী, জ্যোতির্ময় মাহাতোরা। এঁরা সপ্তাহখানেক ধরেই দুর্গাপুরে যাতায়াত করছেন।
তবে এদের থেকে সুকান্তর সফরসূচি অনেকটাই অন্য। তার সরকারি সফরসূচিতে কয়েছে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বেনাচিতি এলাকায় ঘুরবেন। সাধারণ মানুষকে মোদীর সভার জন্য নিমন্ত্রণ জানাবেন।
ওই এলাকার ব্যবসায়ী এবং বাসিন্দাদের কাছে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরোধ করবেন, সকলে প্রধানমন্ত্রীর কথা শুনতে নেহরু স্টেডিয়ামের সভাস্থলে আসুন।
অন্ডাল থেকে দুর্গাপুরের সভাস্থলের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারে যাবেন না। তিনি সড়ক পথেই যাবেন দুর্গাপুরে। যাত্রাপথের শেষ তিন কিলোমিটার থাকবে বিশেষ চমক। শেষ তিন কিলোমিটার তিনি গাড়ির পাদানিতে হাত নাড়তে নাড়তে উপস্থিত জনতার সঙ্গে জনসংযোগ করতে করতে যাবেন।
কিন্তু এর মাস খানের আগেই আলিপুরদুয়ারে সভা করেছিলেন মোদী। কিন্তু সেই সময় বিজেপির মধ্যে এমন তৎপরতা দেখা যায়নি বিজেপির মধ্যে। দুর্গাপুরের সভা নিয়ে রীতিমত তৎপর বিজেপি। যা নিয়ে রীতিমত কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

