ভবানীপুরে দাঁড়ালে জিততে পারবেন তো শুভেন্দু অধিকারী? প্রশ্ন তুলে দিল বিজেপির গোষ্ঠী কোন্দল

Published : Jun 07, 2025, 12:43 PM ISTUpdated : Jun 07, 2025, 12:44 PM IST

Bhawanipur constituency: ভাবনীপুরে শুভেন্দু অধিকারীর জেতা কী সম্ভব? ভোটের মাত্র ১০ মাসে আগেই গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার বিজেপি।

PREV
110
আগামী বছর ভোট

আগামী বছর বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচন বিজেপির কাছে পাখির চোখ। শুভেন্দু অধিকারী এবার বিজেপি প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন বলেও জানিয়েছেন।

210
মমতাকে চ্যালেঞ্জ

শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেও ঘোষণা করেছেন। তিনি বিজেপি প্রার্থী হিসেবে ভবানীপুরে দাঁড়াবেন বলেও ঘোষণা করেছেন।

310
নির্বাচনের দেরি

নির্বাচনের আর মাত্র মাস ১০-১১ মাস দেরি। কিন্তু এখন গুছিয়ে উঠতে পারেনি বিজেপি। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে রীতিমত ঘেঁটে রয়েছে গেরুয়া শিবির।

410
বিজেপির দ্বন্দ্ব

ভবানীপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। কখনও কখনও তা প্রকাশ্যেই আসছে। সম্প্রতি সক্রিয় সদস্যপদ নিয়ে বিজেপির ঝামেলা তুঙ্গে।

510
কমিটি গঠন হয়নি

বিজেপির সূত্রের খবর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এখনও গঠন করা হয়নি কমিটি গঠনই করতে পারেনি। যারজন্য থমকে রয়েছে বিজেপির জেলা কমিটি গঠনের কাজ।

610
প্রাথমিক সদস্যপদ

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে রয়েছে কলকাতর সক্রিয় সদস্যপদের তালিকা তৈরিও। যাতে বিজেপির নিচুস্তরের কর্মীদের মনোবল অনেকটাই ভাঙছে বলেও জানিয়েছে অনেকে।

710
জেলা সভাপতি কাঠগড়ায়

কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন অনুপম ভট্টাচার্য।

810
ভোট সামনে

দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি এখনও ঘর গুছিয়ে উঠতে পারেনি। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা যদি ভবানিপুরে দাঁড়ান তাহলে দলের স্থানীয় নেতাদের বড় দায়িত্ব নিতে হবে।

910
বিজেপির অবস্থা

কিন্তু গোষ্ঠী কোন্দলে জেরবার কলকাতা বিজেপি। তাই বড় দায়িত্ব নিতে কতটা পারবে তাই নিয়েও প্রশ্ন বিজেপির অন্দরে।

1010
শুভেন্দুও অনিশ্চিত!

অন্যদিকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তারপর একাধিক কর্মসূচিও নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে কেন্দ্র করে। কিন্তু বর্তমানে সেই কর্মসূচিতেও ভাঁটা পড়েছে। তাই দলের একাংশের মতে শুভেন্দু নিজের এলাকা নন্দীগ্রামেই দাঁড়াবেন। ভবানীপুরে নয়!

Read more Photos on
click me!

Recommended Stories