West Bengal DA: জুনের এই তারিখের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া DA-র টাকা! মহার্ঘ্য ভাতা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published : Jun 07, 2025, 12:10 PM IST

West Bengal DA: জুনের এই তারিখের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বকেয়া DA-র টাকা! মহার্ঘ্য ভাতা নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

PREV
18

চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫ শতাংশ। এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই টাকা কবে ঢুকছে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? জানিয়ে দিল নবান্ন!

28

একসঙ্গে ১৪১ মাসের বকেয়ার ২৫ শতাংশ পেতে চলেছেন সরকারি কর্মীরা। তবে সবাই পাবেন না এই টাকা।

38

যারা ২০০৯ সাল বা তার আগে চাকরি পেয়েছেন একমাত্র তাঁরাই পাবেন এই DAর টাকা। সুপ্রিম কোর্ট প্রথমে ৫০ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছিল। 

48

কিন্তু এই টাকা মিটিয়ে দেওয়া অসম্ভব বলে জানিয়েছিল রাজ্য সরকারের তরফের আইনজীবী। তাতে বর্তমানে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট।

58

সেই মতো খুব তাড়াতাড়ি রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে ২৫ শতাংশ বেতন। কারা কারা টাকা পাবেন? এই নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে তালিকা। কিন্তু কবে ঢুকবে টাকা?  

68

জানা গিয়েছে সরকারি কর্মীদের কত টাকা বকেয়া রয়েছে তা জানতে ব্যবহার করা হচ্ছে IFMS বা Integrated Financial Management System। 

78

কবে দেওয়া হবে এই টাকা? জানা গিয়েছে জুন ২৭-এর মধ্যে এই টাকা ঢুকে যাবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

88

পরবর্তী বকেয়া টাকা সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের পরেই হাতে পাবেন সরকারি কর্মীরা বলে জানা গিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories