মহুয়া মৈত্রের বিয়ের দুধে আলতা বেনারসির দাম কত? প্রস্তুতকারী সংস্থাই ফাঁস করেছে সেই তথ্য

Published : Jun 07, 2025, 10:14 AM ISTUpdated : Jun 07, 2025, 10:16 AM IST

Mahua Moitra's saree: ব্যাগের পর এবার চর্চায় মহুয়া মৈত্রর বিয়ের বেনারসি শাড়ি। লক্ষাধিক টাকার শাড়ি পরেই সাত পাকে বাঁধা পড়েছেন তৃণমূল সাংসদ। তবে ব্যাগের থেকে কিন্তু শাড়ির দাম কম।

PREV
112
মহুয়া মৈত্র

ভারতের স্মার্ট ঝকঝক কেতাদস্তুর রাজনৈতিক নেতা-নেত্রীদের তালিকায় যদি তৈরি করা হয় তাহলে সবথেকে এগিয়ে তাকতে পারেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

212
বিতর্কিত নেত্রীও

মহুয়া মৈত্র শুধু কেতাদস্তুর রাজনীতিবীদই নন, তিনি যথেষ্ট বিতর্কিত নেত্রীও। সাংসদে ও সংসদের বাইরে যথেষ্ট চর্চায় থাকে তাঁর লাইফস্টাইল।

312
স্টাইল আইকন

ব্যাঙ্কার থেকে রাজনীতিবীদ মহুয়া মৈত্র। তাঁর স্টাইলস্টমেন্টও যথেষ্ট চর্চায় থাকে। শাড়ি থেকে ব্যাগ সব কিছু নিয়েই একাধিকবার আলোচনা হয়েছে।

412
বিবাহিত মহুয়া

সদ্যো বিয়ে করেছেন মহুয়া মৈত্র। তাঁর বিয়ে নিয়েও চর্চা হয়েছে। কিন্তু এবার চর্চা তাঁর বিয়ের শাড়ি নিয়ে।

512
কত দাম মহুয়ার শাড়ির?

ঠিক কত টাকা দাম মহুয়া মৈত্রের শাড়ির? এই আলোচনা এখন তাঁর বিয়ের বেনারসির দাম। জল্পনা উস্কে দিয়েছে মহুয়া মৈত্রর প্রিয় ব্র্যান্ড 'র ম্যাঙ্গো'।

612
'র ম্যাঙ্গো'র পোস্ট

'র ম্যাঙ্গো' নামের সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়ায় মহুয়ার বিয়ের তিনটি ছবি পোস্ট করেছিল। তাতেই ছিল শাড়ির বিবরণ। সেখান কেরেই জানাগেল মহুয়া মৈত্র আরও পাঁচটা বাঙালি মেয়ের মতই বেনারসি শাড়ি পরেই বিয়ে করেছেন।

712
'র ম্যাঙ্গো' দাম জানিয়েছে

'র ম্যাঙ্গো' সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টেই জানিয়েছে মহুয়া দুধে আলতা রঙের বেনারসি শাড়ি পরেছিলেন বিয়েতে। শাড়ির দাম ১ লক্ষ ৩৯ হাজার ৮০০ টাকা।

812
দামের কারণ

সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে শাড়ির নাম পরিগুল ব্রোকেড বেনারসি। এতে কড়ওয়া পদ্ধতিতে হাতে বোনা নকশা রয়েছে। প্রতিটি বুটি আলাদা আলাদা করে বোনা হয়। পরিশ্রম আর অর্থ দুটোই বেশি লাগে। এটি তাদের সবথেকে সূক্ষ্ম কাজের বেনারসি।

912
মহুয়ার সাজ

বিয়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাদে দেখা গিয়েছে মহুয়ার পরনে বেনারসি, কপালে সোনার টিকলি, গলায় ও কানে জড়োয়ার হার। স্ট্রেট করা চুল। মাথায় অবশ্য সামান্য ফুলও ছিল। আর সিঁথিতে একটি সিঁদুর। পাশে স্বামী পিনাকী মিশ্র।

1012
ব্যাগের দাম

সংসদে লুই ভিতোঁ ব্যাগ নিয়ে গিয়ে মহুয়া চর্চায় এসেছিলেন। ব্যাগের দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার টাকা। বিতর্কের জবাবও দিয়েছিলেন। বলেছিলেন তিনি মোদীজির ১০ লক্ষ টাকার স্যুট বিক্রি করে সেই ব্যাগ কিনেছেন।

1112
ব্যাগের থেকে শাড়ির দাম কম

তবে দেখা যাচ্ছে মহুয়া ব্যাগের থেকে নিজের বিয়ের শাড়িতে অনেক কম টাকা খরচ করেছেন।

1212
শাড়ির চাহিদা

মহুয়া যে কড়ওয়া শাড়ি পরেছিলেন সেটি কিন্তু বলিউডে যথেষ্ট জনপ্রিয়। ঐশ্বর্য রাই এই শাড়ি পরেই কান চলচ্চিত্র উৎসবের রেডকার্পেটে হেঁটেছিলেন। নীতা অম্বানিও এই শাড়ি পরেন।

Read more Photos on
click me!

Recommended Stories