বিজেপি নেতার ট্রেন থেকে চাদর চুরির ভিডিও ভাইরাল, 'ধরা পড়ে' কী বললেন তিনি

Published : Jan 06, 2026, 06:15 PM IST
BJP leader accused of stealing blankets from  AC compartment of an express train

সংক্ষিপ্ত

ট্রেনের এসি কামরার বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ! চুঁচুড়ার বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ! ট্রেনের ভিডিও ভাইরাল ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে।  

ট্রেনের এসি কামরার বেডশিট নিজের ব্যাগে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ! চুঁচুড়ার বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ! ট্রেনের ভিডিও ভাইরাল ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। পাল্টা পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা।

চাদর চুরির অভিযোগ

গতকাল হুল এক্সপ্রেসে সিউড়ি আদালতে যাচ্ছিলেন মৃন্ময় মজুমদার। সেই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে চাদর চুরির অভিযোগ ওঠে ওই ভিডিওয়। 'সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে', অভিযোগ বিজেপি নেতা মৃন্ময় মজুমদারের। 'বিজেপি নেতা বেডশিট চুরি করে ধরা পড়েছেন', এই বিজেপি ক্ষমতায় এলে কী করবে? কটাক্ষ তৃণমূলের। 

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নেতার সঙ্গে রেল কর্মীদের বাদানুবাদ হয়েছে। সেখানে রেল কর্মীকে বলতে শোনা যাচ্ছে 'আপনি এটা কখনও নিজের মনে করে নিতে পারেন না।' তখন ওই বিজেপি নেতাকে 'সরি, সরি' বলতেও শোনা যায়। তারপর সেখান থেকে চলে যেতে দেখা যায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

 বিজেপি নেতার সাফাই 

এই ঘটনা নিয়ে বিজেপি নেতা মৃন্ময় মজুমদার বলেন, 'আমি আমার প্রফেশনার কাজে ব্যান্ডেল থেকে সিউরি, হুল এক্সপেসে যাচ্ছিলাম। বাথরুম থেকে বেরনোর সময় আমাকে চার পাঁচ জন ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন আমি ওই কামরায় ঢুকে যাই। আমি ওখানে খবরের কাগজ পড়ছিলাম। এরপর ওই কামরায় ঝগড়া বিবাদ শুরু হয়। রেলের কর্মীদের সঙ্গে আমার একটা ঝগড়া-বিবাদ হয়। অন্য একজনের সঙ্গে হয়েছে। আমি ওঁকে বাঁচাতে গিয়েছিলাম। ওটা আমার সিটও ছিল না। আর সেই ভিডিও আমাকে নামে চালানো হচ্ছে। এ কী বিপদ। যারা এটা করেছে খুব অন্যায় করেছে। আমার ব্যাগ থেকে চাদর বেরচ্ছে সেটা দেখা যায়নি। আমার সিট থেকেও কিছু পাওয়া যায়নি। যদি অন্যায় করতাম কেন জিআরপি, আরপিএফকে জানাল না? আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি লিখেছি। হাওড়া ডিআরএম-কেও জানিয়েছি।  কোন কোন সোশাল মিডিয়ায় এটা ভাইরাল হচ্ছে সেটাও দেখব। যারা আমার বিরুদ্ধে এই কাজ করেছেন আমি আইনত ব্যবস্থা নেব।'

বিজেপি নেতা এও বলেন, 'আমার এই রুচি নেই। আমি সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমার ফোন-ল্যাপটপের দামই ২.৫ লাখের কাছাকাছি। জীবনে কোনওদিন একটা পেনসিল নেইনি কারও থেকে, সেখানে সবার ব্যবহার করা এই চাদর ব্যাগে নেব? এই মানসিকতাই আমার নেই।'  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ধূপগুড়ির বিধায়ক অপদার্থ,' প্রকাশ্যে তোপ তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নেতা তাপস করের
Suvendu Adhikari: তৃণমূলের ১৫ বছরের দুর্নীতির হিসেব আজই বলে দিলেন শুভেন্দু! দেখুন