বিজেপি সূত্রের খবর শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর থেকেই রীতিমত সক্রিয় দিলীপ ঘোষ। দিল্লি থেকেও তিনি রাজ্যের শাসক দলকে নিশানা করেছিলেন। রাজ্যেও তাকে পূর্বের মতই সক্রিয় দেখা যাচ্ছে। দিলীপ জানিয়েছেন, শমীক ভট্টাচার্য পুরনো বিজেপির সদস্য। তার সঙ্গে তার তালমিলও যথেষ্ট ভাল। সভপতি হওয়ার পরই দিলীপ শমীককে শুভেচ্ছা জানিয়েছেন।