ফের তৈরি হল নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কত দিন চলবে বৃষ্টি?

Published : Jul 14, 2025, 11:49 AM IST

দক্ষিণবঙ্গের উপকূলে নতুন নিম্নচাপ তৈরি হওয়ায় আরও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি এবং উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা। কলকাতা সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।

PREV
111

নিম্নচাপ অঞ্চল দুর্বল হতে না হতেই নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল দক্ষিণবঙ্গের উপকূলে। এবার আরও কিছু দিন চবে বৃষ্টি।

211

দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। সেই সঙ্গে দুর্যোগ হতে পারে উত্তরবঙ্গেও।

311

আজ জেলায় হবে বিক্ষিপ্ত ভাবে কমবেশি বৃষ্টি চলছে। কলকাতায় আজ দিনভর হবে বৃষ্টি। কোনও কোনও জেলা আজ ভাসতে পারে।

411

সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার হতে পারে বৃষ্টি। দুদিন চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

511

আবহাওয়া দফতর সূত্রে খবর কিছু জেলা এই দুদিন চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

611

সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমানে।

711

মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

811

এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে সোমবার অতি ভারী বর্ষণের সতর্কতারও জারি করা হয়েছে।

911

নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান এবং বীরভূমে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা আপাতত নেই।

1011

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে রবিবাক বিকেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি ওপরে রয়েছে ঘূর্ণাবর্তা। 

1111

এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইবে।

Read more Photos on
click me!

Recommended Stories