'আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়!' মহিলাদের উদ্দেশ্যে একী বললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh loses temper : অন্যরূপে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হরালেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ। এক মহিলার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা।

 

Dilip Ghosh loses temper : অন্যরূপে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হরালেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ। এক মহিলার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা। শুক্রবার দুপুরে রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এক মহিলার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল তাঁরই বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। সেখানেই দিলীপের আচরণ নিয়ে রীতিমত সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা দিলীপের দাবি তৃণমূলের প্ররোচনায় বিনা কারণে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছেন স্থানীয় কয়েক জন মহিলা।

ঘটনাস্থলঃ

Latest Videos

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা। সেথানেই একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

ঘটনাঃ

রাস্তা উদ্বোধনের সময় কয়েক জন মহিলা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা দিলীপের বিরুদ্ধে বেপাত্তা হয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়। কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ধরে প্রশ্ন করেন, 'দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?' এলাকার কাউন্সিলর প্রদীপ সরকার।

দিলীপের জবাব

যদিও প্রথম দিকে চুপ থাকেন দিলীপ ঘোষ। পরবর্তীকালে তিনি জবাব দেন। তিনি বলেন, 'আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে, যাও।' এক মহিলা পাল্টা দিলীপকে জিজ্ঞাসা করেন আপনি বাপ তুললেন কেন? দিলীপের উত্তর, 'এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি...।'এখানেই থেমে না থেকে দিলীপ বলেন, 'শুধু বাপ নয়, চোদ্দো পুরুষ তুলব।'

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপির কর্মী থেকে দিলীপের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভ হটানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। পরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় বসে পড়েন মহিলারা। অনেককে দেখা যায়, দিলীপের গাড়িতে চাপড় মারতে। শেষমেশ বিক্ষোভের মধ্যে ওই জায়গা থেকে বেরিয়ে যান দিলীপ।

তৃণমূলের প্রশ্ন

স্থানীয় কাউন্সিলর প্রদীপ সরকার বলেন, দিলীপ ঘোষ এখন আর কাউন্সিলর নন, তারপরেও কী করে তিনি রাস্তা উদ্বোধন করতে আসেন। নিচু এলাকা থাকায় পুরসভা থেকেও ওই রাস্তার কাজ করা হয়েছে। উনি ওখানে গিয়ে মেজাজ হারিয়ে মহিলাদের বাবা তুলছেন!এটা ঠিক কথা নয় বলেও অভিযোগ করেন তিনি।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দিল্লি বিধানসভায় রেখা গুপ্তার এই মন্তব্যের পরেই 'মোদী-মোদী' স্লোগান! কেন? দেখুন | Rekha Gupta
বেলগাছিয়ার ঘটনায় মমতা ও ফিরহাদকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের, দেখুন কী বলছেন তিনি
আরও বিপাকে তৃণমূল নেত্রী পম্পা পাল, তাঁর নামেই একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টে বিজেপি
'শুভেন্দু মার খেলে ভালো হত, নাটক করছে' কল্যাণ ও হুমায়ূনের মন্তব্যের জবাব Suvendu Adhikari'র
খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু, হিন্দু ভোটারদের বাংলাদেশী বানানোর চক্রান্ত! দেখুন | Suvendu Adhikari