দিল্লি সফরে রয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। দলের কাজেই দিলীপ রয়েছেন দিল্লিতে।
210
রাজ্য বিজেপিতে বড় রদবদল হওয়ার পর থেকেই রীতমত চেনা ফর্মে রয়েছেন দিলীপ ঘোষ। তিনি দিল্লির কালীবাড়িতে পুজো দিয়েছেন। সেখান থেকেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন দিলীপ।
310
একাধিক বৈঠক, আলোচনা সভায় অংশ নিচ্ছেন দিলীপ ঘোষ। শুক্রবার রাতে স্ত্রী রিঙ্কুকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন দিল্লীর কালীবাড়িতে। সেখান থেকেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন দিলীপ।
পুজো দিয়ে বেরিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি বাংলার পরিবর্তনের জন্য পুজো দিয়েছেন। বাংলার শান্তির জন্য প্রার্থনা করছেন। তিনি নিজের জন্যও প্রার্থনা করেছেন। জানিয়েছেন, 'সব জটিলতা কাটিয়ে নিজেও যেন এগিয়ে যেতে পারি।'
510
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে পুরনো ছন্দে ফিরছেন দিলীপ ঘোষ। বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পরই দিল্লিতে তলব করা হয়েছিল তাকে। যা রাজ্য বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত দেয়। দিল্লি গিয়েও দিলীপ প্রমাণ করেন তিনি রীতিমত সক্রিয়।
610
যে দিলীপ ঘোষকে ঘিরে দলবদল জল্পনা শুরু হয়েছিল বাংলায় তিনিই বাংলায় পরিবর্তনের জন্য পুজো দিলেন। - এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ অনেকেই বলতে শুরু করেছিল দিলীপ তৃণমূলে যোগ দিতে পারেন। তাঁকে ঘিরে নতুন দল তৈরির জল্পনাও শুরু হয়েছে। কিন্তু সবকিছুই ওলটপালট করে দিলেন দিলীপ।
710
দিল্লি থেকে দিলীপ জানিয়েছেন, তিনি রাজ্য বিজেপির পুরনো নেতা ও কর্মীরা যাতে ফের সক্রিয় হয় তার চেষ্টাও করতে পারেন। দলের নির্দেশ দিলেই তিনি কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন।
810
দিল্লি থেকে দিলীপ ঘোষ প্রমণ করে দিয়েছেন তিনি বিজেপিতে ছিলেন, আছেন আর থাকবেন।
910
শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়া পরই দিলীপ ঘোষ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, শমীক ভট্টাচার্যকে তিনি পুরোপুরি সাহায্য করবেন।
1010
শমীকের ডাকে সাড়া দিয়ে দিলীপ ঘোষ সম্প্রতি সল্টলেকে দলের রাজ্য দফতরে গিয়েছিলেন। সেখানে বৈঠকও করেন। বিজেপি নেতা-কর্মীরা দিলীপকে স্বাগত জানিয়েছিলেন।