Ola, Uber, Rapido-র মতো ক্যাব পরিষেবাগুলিতে এবার থেকে লাগেজ নিয়ে যাতায়াতের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। যাত্রীরা সর্বোচ্চ ১০ কেজি ওজনের এবং নির্দিষ্ট মাপের লাগেজ বহন করতে পারবেন। এই নিয়ম লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।
অত্যাধিক ওজন নিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। এবার এই নিয়ে কড়া হল সংস্থা।
510
এবার থেকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই লাগেজের মাপ-ওজন নিয়ে কড়া হল প্রশাসলন।
610
বাইক ও ট্যাক্সিতে সর্বাধিক ১০ কেজি ওজনের ব্যাগ নিয়ে পারবেন যাত্রীরা। তার বেশি নেওয়া যাবে না। সেই সঙ্গে ব্যাগের দৈর্ঘ্য হতে হবে ৩৬ সেন্টিমিটারের মধ্যে।
710
যাত্রী যদি ব্যাগটি বাইকের দুপাশে ঝুলিয়ে নিয়ে চান তবে ঝুলন্ত অংশ ১৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না।
810
তেমনই বাইক ও ট্যাক্সিতে হলুদ নম্বর প্লেট ব্যবহার করতে হবে এবার থেকে। যারা মানবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।
910
এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার পরিবহণ আধিকারিক প্রদীপ মজুমদার বলেন, মানুষের সুরক্ষাই আমাদের প্রথম লক্ষ্য। নতুন নিয়মের মাধ্যমে আমরা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাতে পারব। শুধুমাত্র কলকাতা নয়, জেলাগুলিতেও এই নির্দেশ কার্যকর করা হবে।
1010
সব মিলিয়ে আসছে পরিবর্তন এবার থেকে ক্যাব বুক করার আগে সতর্ক হন। অধিক লাগেজ থাকলে ক্যানসেল হতে পারে আপনার ট্রিপ।