দিঘার জগন্নাথ মন্দির বিতর্ক এখনও পিছু ছাড়তে নারাজ দিলীপ ঘোষের। জগন্নাথ মন্দির বিতর্ক ইস্যুতে এবার দিলীপ গেলেন আরএসএস নেতাদের কাছে।
212
দিলীপকে তলব
দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে যত না বেশি বিতর্ক হয়েছে রাজ্যে ও বিরোধী দলের মধ্যে তার থেকেও বেশি বিতর্ক হয়েছে তাঁর নিজের দল বিজেপি।
312
দিলীপ-শুভেন্দু দ্বৈরথ
দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী- বিজেপি দুই নেতার মধ্যে চাপান উতোর রয়েছে বলে বিজেপিতেও গুঞ্জন রয়েছে। কিন্তু দিলীপের জগন্নাথ দর্শন নিয়ে তা আবারও প্রকাশ্যে আস।
এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে তলব করেছিল আরএসএস নেতারা। তাই তিনি গিয়েছিলেন বলেও জানিয়েছেন।
512
দিলীপের বক্তব্য
দিলীপ ঘোষ বলেছেন, 'আমাকে আরএসএস ডেকেছিল। আমি গিয়ে যা বলার বলেছি।'
612
আরএসএস-কে বার্তা দিলীপ ঘোষের
সূত্রের খবর রাজ্য আরএসএস সদর দফতর কেশব ভবনে আরএসএস নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সূত্রের খবর জগন্নাথ মন্দির বিতর্কে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন আরএসএস-এর শীর্ষ নেতারা। সেখানেও দিলীপ নিজের অবস্থানে অনড় ছিলেন।
712
আলোচনা
সূত্রের খবর বিজেপির বর্তমান পরিস্থিতি ও তাঁর কথায় দলবদলু নেতাদের নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে এসেছেন দিলীপ ঘোষ।
812
লড়াই চলবে
বিজেপি সূত্রের খবর আরএসএস দফতরে দিলীপ জানিয়েছেন, তাঁর লড়াই চলবে। তিনি একা লড়াই করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
912
আরএসএস- এ ফিরবে দিলীপ
দিলীপ নাকি আরএসএস নেতাদের বলেছিলেন, তাঁকে আরএসএস-ই বিজেপিতে পাঠিয়েছিল। চাইলে তারা ফিরিয়ে নিতে পরে।
1012
আরএসএসকে আর্জি
বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করে বিতর্ক তৈরি করতে চাইছে সেই অংশের নেতাদের বোঝানোর জন্য আরএসএসকেই বলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
1112
রাজনৈতিক অবস্থান
আগামী দিনে নিজের রাজনৈতিক অবস্থানও আরএসএসের কাছে জানিয়ে এসেছেন তিনি। বিজেপিতে থেকেই তাঁর লড়াই চলবে বলে সেটা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ।
1212
সভাপতি নির্বাচন
বঙ্গ বিজেপিতে এখনও রাজ্য সভাপতি নির্বাচন হয়নি। কিন্তু তার আগেই দিলীপ বিতর্কে জড়িয়ে পড়েছেন। তাই প্রশ্ন সভাপকির শিঁকে এবার কি তার জুটবে।