২০২৬-এও জিতছে তৃণমূল সরকার! লক্ষ্মীর ভাণ্ডারই মাস্টারস্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের, টাকা বেড়ে হবে ১৬০০?

Published : May 09, 2025, 01:33 PM ISTUpdated : May 09, 2025, 01:34 PM IST

কানাঘুঁষো শোনা যাচ্ছে এই বিধানসভাতেও জিতে যাবে তৃণমূল। বেশ ভালই ভোট পড়বে তৃণমূলের ভোট ব্যাঙ্কে। টাকা বেড় হবে ১৬০০?

PREV
17

সামনেই বিধানসভা ভোট। তার আগেই টালমাটাল অবস্থা বিশ্বজুড়ে। ইতিমধ্যেই গরমাগরম পরিস্থিতি বাংলাতেও। তবে ভোট নিয়েও বাংলায় উত্তেজনা কম নেই।

27

কিছুদিন আগেই জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাও বেশ অনেকটা ভোট এনে দিতে পারে তৃণমূলের ভোট ব্যাঙ্কে। 

47

এই বিধানসভাতেও তৃণমূলের মাস্টার স্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডার। মাসে মাসে হাজার টাকা করে করে পাচ্ছেন বাংলার মা ও মেয়েরা। 

57

এই প্রকল্পই বেশ অনেকটা জিতিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা ভোটের আগে আবার বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। 

67

এবার এক ধাক্কায় ১৬০০ টাকা করে পাবেন বাংলার মা ও মেয়েরা। দুর্দান্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা অঢেল

77

লক্ষ্মীর ভাণ্ডারের জোরেই এই বিধানসভাতেও দারুণ ফলাফল করবে তৃণমূল এইবারেও ফের মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

click me!

Recommended Stories