Dilip Ghosh: অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস মন্তব্যে রাজ্যের মন্ত্রীকে 'একঘরে' রাখার নিদান, কাকে অলআউট আক্রমণ করলেন দিলীপ ঘোষ?

Published : Jun 11, 2025, 03:40 PM IST
Bharatiya Janata Party (BJP) leader Dilip Ghosh (Photo/ANI)

সংক্ষিপ্ত

Dilip Ghosh News: অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করায় ফের রাজ্যের মন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। কী বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? বিস্তারিত জানতে সম্পূর্ণ  প্রতিবেদন পড়ুন… 

Dilip Ghosh News: মন্ত্রী ফিরহাদ হাকিম, পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সমাজবিরোধী বললেন দিলীপ ঘোষ। ‘এদের এক ঘরে করে রাখা উচিত’। দুর্গাপুরে চা চক্রে যোগ দিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। বুধবার দুর্গাপুরের মায়া বাজারে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ, আর সেখানেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে সমাজ বিরোধী, একঘরে করে রাখা উচিত বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।

অপারেশন সিঁদুর নিয়ে সম্প্রতি দুর্গাপুরে দলীয় কর্মীসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, সবটাই যুদ্ধ যুদ্ধ খেলা আর পাকিস্তান এর সঙ্গে সেটিং বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রধানমন্ত্রীকে বিঁধেছিলেন মন্ত্রী ববি হাকিমও। দুই জনকেই বুধবার একঘরে করে রাখার নিদান দিলীপ ঘোষের। যারা প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করে তাদেরকে একঘরে করে রাখা উচিত মন্তব্য দিলীপ ঘোষের।

অন্যদিকে, প্রায় সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে খালি হাতেই ফিরতে হলো কেন্দ্রীয় শুল্ক দফতরের অধিকারীক দের। বুধবার সকাল সাড়ে ছটা নাগাদ চন্ডীতলার গরলগাছা অহল্যা বাই রোডের পাশে "মহেন্দ্র নিবাস" এ ভারত সরকারের শুল্ক দফতরের আধিকারিকদের একটি দল আসে সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি অভিযান চালান তারা।

তৃণমূল নেতার দাবি, আর সবার ঘর ঠাকুর ঘর বাথরুম গাড়ি থেকে শুরু করে ঘরের কোনায় কোনায় তল্লাশি চালানো হয়।তার মেয়ে যে ফ্ল্যাটে থাকে ডানকুনির সেখানেও তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে কিছুই পাননি এই মর্মে একটি সার্চ লিস্ট দিয়ে গেছেন শুল্ক দফতরের আধিকারিকরা। তবে তার দাবি,  কেউ বা কারা তার বিরুদ্ধে শুল্ক দপ্তরে অভিযোগ জানিয়েছে।

তাঁর আরও দাবি, তিনি দলীয় অন্তর্দন্দ্বের শিকার না কি বিরোধীদের চক্রান্ত তা নিয়ে এখনই কিছু বলবেন না। তবে দলের অনুমতি থাকলে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করবেন তিনি বলেও জানিয়েছেন।

তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় কবিতা লেখেন। তার অনেক বই ও প্রকাশিত হয়েছে।শুল্ক দফতরের যারা তার বাড়িতে তল্লাশিতে এসেছিলেন তারা দুটো বই নিয়ে যান বলে জানান সুবীর মুখোপাধ্যায়। সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘’শুল্ক আধিকারিকরা তাকে জানিয়েছেন, এরকমটা আগে হয়নি,তারা তল্লাশিতে গিয়েছেন সেখান থেকে কিছু উদ্ধার হয়নি। আমরা তল্লাশিতে সব রকমের সহযোগিতা করেছি। তল্লাশির সময় আমাদের সবার ফোন নিয়ে নেওয়া হয়েছিল। বাড়ির সমস্ত জায়গায় তারা খুঁজেছেন কিছুই পাননি। তারা আমার লেখা দুটি বই নিয়ে যান পড়ার জন্য।''  

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IndiGo উড়ান পরিষেবায় অচলাবস্থা অব্যাহত, সমস্যায় যাত্রীরা
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট