- Home
- West Bengal
- West Bengal News
- Dilip Ghosh: রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! চিনুন দিলীপের হবু স্ত্রীকে
Dilip Ghosh: রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ! চিনুন দিলীপের হবু স্ত্রীকে
Dilip Ghosh's wedding: শুক্রবার অর্থাৎ কালই শুভ পরিণয় হতে পারে দিলীপ ঘোষের। অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে নিউ টাউনে বিজেপি নেতার বাড়িতেই। কিন্তু পাত্রী কে?

দিলীপ ঘোষের বিয়ে!
রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, কারণ বিয়ে করতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বিয়ের দিনক্ষণ
সূত্রের খবর শুক্রবার অর্থাৎ কালই শুভ পরিণয় হতে পারে দিলীপ ঘোষের। অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে নিউ টাউনে বিজেপি নেতার বাড়িতেই। কিন্তু পাত্রী কে?
দিলীপের পাত্রী
এখনও পর্যন্ত যা জল্পনা তা হল দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হতে চলছে বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের। বিজেপি করার সূত্রেই আলাপ দুই জনের।
রিঙ্কুর পরিচয়
রিঙ্কু মজুমদারের ফেসবুক প্রোফাইল লক করা রয়েছে। কিন্তু তাও যা জানায় যায় তা হল তিনি বিজেপির সঙ্গে যুক্ত। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহকারী সেক্রেটারি। তিনি Wizmo নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সিইও।
রিঙ্কুর পরিচয়
রিঙ্কু ফেসবুকে নিজের পরিচয়েয় লিখেছেন তিনি সমাজকর্মী, রাজনীতিবিদ, বিজনেজ ওমেন আর একজন মা।
রিঙ্কুর সংসার
রিঙ্কু বিবাহবিচ্ছন্না। তাঁর এক পুত্র সন্তান রয়েছে। ছেলে সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। ইডেনে কেকে আর-এর ম্যাচ দেখার সময়ই বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন দিলীপ। সেই সময় রিঙ্কুর সঙ্গে ছিলেন তাঁর ছেলেও।
বিয়ে হবে তো!
সূত্রের খবর দিলীপ যাতে বিয়ের পিঁড়িতে না বসে তার জন্য রীতিমত সক্রিয় হয়েছে সংঘ। কিন্তু বিজেপির একাংশ তাঁকে আগাম শুভেচ্ছা জানিয়েছে নিউটাউনের বাড়িতে গিয়ে।
দিলীপের সংসার
দিলীপ ঘোষ তাঁর মায়ের সঙ্গেই থাকেন। শোনা যাচ্ছে বিজেপি নেতার মায়ের জোরজবরদস্তিতেই নাকি শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছেন তিনি।
বিজেপি নেতার বিয়ে
নিউটাউনেই দিলীপের বাড়িতেই হবে দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠান। ঘরোয়া অনুষ্ঠানেই কৌমার্য ভাঙবেন দিলীপ ঘোষ। দিলীপ সাধারণ জীবনযাপন করেন। তেমনই বিয়ের অনুষ্ঠানেই সাদামাটা হওয়ার কথা হয়েছে। দিলীপ আর রিঙ্কুর পরিবারের কাছের মানুষই থাকবেন বিয়ের অনুষ্ঠানে।
দিলীপকে শুভেচ্ছা
সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষ। যদিও তিনি জানিয়েছেন এর মধ্যে রাজনীতির কিছু নেই।
সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 17, 2025
দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা।
এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 17, 2025

