বিজেপির রাজ্য সভাপতি হলেই শমীক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছিলেন তাঁর আমলে বিজেপিতে আদি নেতা কর্মীদের গুরুত্ব বাড়বে। তেমনই হতে চলছে।
210
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই শমীক বড় উদ্যোগ নিয়েছে। তা হল দিলীপ ঘোষের মানভঞ্জন করার। তিনি মঙ্গলবার রাজ্য বিজেপির সদর দফতর সল্টলেকে আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ ঘোষকে।
310
যদি দিলীপ ঘোষ বিজেপির সদর দফতরে যান তাহলে প্রায় এক বছর পরে সল্টলেকের রাজ্য দফতরে পা রাখবেন তিনি। এখন দেখার শমীক-দিলীপ বৈঠকে কতটা বরফ গলে।
প্রশ্ন এই বৈঠকের পর কী দিলীপ ঘোষ বিজেপির মূল স্রোতে ফিরবেন? নাকি নতুন দল গঠন নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা বাস্তবে পরিণত করবেন ?
510
দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের পর থেকেই বিজেপির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দিলীপ ঘোষ। দলের বড় কোনও বৈঠক বা কর্মসূচিতে তাঁকে ডাকা হয় না।
610
রাজ্য বিজেপির সবথেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ। রাজ্যের সবথেকে সফল রাজ্য সভাপতি তিনি। তাঁর আমলেই বিজেপি সবথেকে বেশি আসনে জয়ী হয়েছিল। কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারীর দাপটে বেশ কিছুটা ব্যাকফুটে দিলীপ ঘোষ।
710
শমীক রাজ্য সভাপতি হওয়ার পরই শুভেচ্ছা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু শমীকের সংবর্ধনা সভায় ডাক পাননি। যাননি সংবর্ধনা সভায়।
810
দিলীপ ঘোষ আরএসএস ঘনিষ্ট। রাজনীতির হাতেখড়ি আরএসএস থেকেই। তাঁর দিঘা সফর নিয়ে জটিলতা তৈরি হওয়ার পরেও আরএসএস নেতৃত্ব তলব করেছিল। সেখানেও তাঁকে সতর্ক করা হয়।
910
দলে কোনঠাসা হলেও দিলীপ ঘোষ কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি করেননি। তিনি দলের নিচুতলার কর্মীদের সঙ্গে একাধিক কর্মীদের সঙ্গে দলের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আগের মতই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
1010
সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষ ২১ জুলাইয় পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন সংবাদ মাধ্যমে। এবার দেখার শমীকের সঙ্গে বৈঠকের পর কী পদক্ষেপ নেন দিলীপ ঘোষ।