Today's Weather: বিকেল থেকে ফের তাণ্ডব শুরু হবে এই জেলাগুলিতে! দক্ষিণবঙ্গে কবে কমবে দুর্যোগ?

Published : Jul 08, 2025, 04:44 PM IST

বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। আজও ব্যতিক্রম হল না। আর কয়েক ঘন্টার মধ্যেই নাকি জেলায় জেলায় শুরু হবে বৃষ্টির তাণ্ডব! ভাসতে চলেছে কোন কোন জেলা? দক্ষিণবঙ্গে কবে কমবে দুর্যোগ?

PREV
110

প্রবল দুর্যোগ চলছে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।

210

রাজ্য জুড়ে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী তিন দিন টানা বৃষ্টি হবে।

310

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি আগামী ৪৮ ঘণ্টায় ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিসগড়ের দিকে এগোবে।

410

এ সবের জেরে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা।

510

দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর।

610

বুধবারও ঝড়বৃষ্টি চলবে। ওই দিন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

710

নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

810

কবে তাহলে দুর্যোগ কমবে দক্ষিণবঙ্গে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

910

গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৮১.৬ মিলিমিটার, দমদমে ৯৯.৩ মিলিমিটার এবং সল্টলেকে ৮৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার বেশির ভাগ রাস্তা জলমগ্ন। লালবাজার, ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা এলাকা-সহ বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।

1010

আগামী সাত দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়।

Read more Photos on
click me!

Recommended Stories