সপ্তম বেতন কমিশনের ঘোষণা আজই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! মোটা অঙ্কের বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের?

Published : Mar 31, 2025, 12:22 PM IST

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনের ঘোষণা আজই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়! মোটা অঙ্কের বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের?

PREV
17

রাজ্যে মিলবে সপ্তম পে কমিশন, ঘোষণা হতে পারে আজই! হুড়মুড়িয়ে বেতন বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের।

27

রাজ্য এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। এবার সপ্তম বেতন কমিশন বসানোর জন্য বহুদিন ধরেই দাবি জানাচ্ছেন সরকারি কর্মীরা। 

37

এবার মিলতে পারে মোটা টাকা মাইনে। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করছে কেন্দ্র। তার মাঝেই রাজ্যেও মিলছে খুশির খবর।

47

খুব তাড়াতাড়ি বেতন বৃদ্ধির কথা ঘোষণা হতে পারে। কেন্দ্রের মতোই টাকা বাড়তে পারে রজ্য সরকারি কর্মীদের। 

57

খুব তাড়াতাড়ি হতে পারে এই ঘোষণা। রাজ্যে ফের নতুন বেতন কমিশন চালু হলে প্রায় দ্বিগুণ টাকা বেতন ঢুকতে পারে রাজ্য সরকারি কর্মীদের।

67

অর্থাৎ সরকারি কর্মীদের নূন্যতম বেতন হতে পারে ৪০ হাজার টাকা। এমনিতেই ডিএ নিয়ে বহুদিন ধরে বাকবিতণ্ডা চলছে দুই পক্ষের । এবার সেই সমস্যা মিটে যেতে পারে পুরোপুরি।

77

DA নিয়ে এবার দুর্দান্ত ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। এবার বেতন বৃদ্ধি হতে পারে রাজ্য সরকারি কর্মীদের।

click me!

Recommended Stories