Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে এপ্রিলে ঢুকবে ৩০০০ টাকা? নয়া আপডেট দিল নবান্ন

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূলকে। বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন থেকেই প্রস্তুতি শুরু শাসক শিবিরে। আর তাই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট। এবার নাকি ৩০০০ টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে! রাজ্যের মহিলাদের সামনে এপ্রিলেই দারুণ সুযোগ।

Parna Sengupta | Published : Mar 31, 2025 12:03 PM
115

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা।

215

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।

315

রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার।

415

সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে।

515

লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।

615

এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

715

তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা।

815

আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে।

915

জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা করে।

1015

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ভাতা নিয়ে অনেক আশায় ছিলেন বাংলার লক্ষ্মীরা

1115

তবে বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) অনুদান। কোনো সুখবর দেয়নি রাজ্য।

1215

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিধানসভা ভোটের আগেই একধাক্কায় বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভান্ডার।

1315

ভোটের ছ’মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের।

1415

আবার আলাদা করে লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

1515

আগামী বছর ভোটের আগে যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তা নিয়ে এক প্রকার নিশ্চিত অনেকেই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos