'২ মে বাংলার ইতিহাসে একটি অন্ধকার দিন', ময়নায় বিজেপি নেতাকে অপহরণ ও খুনের ঘটনার তীব্র সমালোচনা সুকান্ত মজুমদারের

ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ওঠে বাকচা এলাকা। সোমবার রাতেই থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ময়নার বিধায়ক অশোক দিন্দা ও অনুগামীরা। এই খুনের সঙ্গে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের যোগ থাকার অভিযোগ তুলছে তাঁরা।

বিজেপি নেতাকে অপহরণ ও খুনের ঘটনায় উত্তপ্ত ময়নার বাকচা। অভিযোগের তির ফের একবার তৃণমূলের দিকেই। জানা যাচ্ছে ১ মে,সোমবার বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। স্ত্রীর সামনেই মারধর করা হয় তাঁকে। এরপর জোড় করে একটি মোটরবাইকে চাপিয়ে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এইদিনই গভীর রাতে বিজেপি নেতার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মেলে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মাথায় ভারী কিছু দিয়ে আঘাত কতার ফলে মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ওঠে বাকচা এলাকা। সোমবার রাতেই থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ময়নার বিধায়ক অশোক দিন্দা ও অনুগামীরা। এই খুনের সঙ্গে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের যোগ থাকার অভিযোগ তুলছে তাঁরা। সংগ্রাম দলুই অবশ্য পালটা দাবি করেন, পারিবারিক বচসার জেরেই এই খুন। গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মর্মে মঙ্গলবার সকালে টুইটারে একটি পোসটও করেন তিনি। টুইটবার্তায় সুকান্ত লেখেন,'২ মে ২০২১, বাংলার ইতিহাসে একটি অন্ধকার দিন। তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মকারদের উপর ভয়ঙ্কর সহিংসতা চালায়। রাজ্য জুড়ে চলতে থাকা র্ষণ, অগ্নিসংযোগ, খুন ও লুটপাটের ঘটনা দেখে ব্যর্থ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে শুধুই মুচকি হেঁসেছেন।'

Latest Videos

 

 

ঘটনার সমালোচনা করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সোমবার রানিগঞ্জের নিহত বিজেপি নেতার বাড়ি যান তিনি। এদিন তিনি বলেছেন,'গত দু'মাসে এই নিয়ে ৯টা খুন। একটারও কিনারা করা যায়নি। এই পুলিশ কেবল টাকা তুলতেই ব্যস্ত। অমিত শাহের সঙ্গে কথা বলে সিবিআই তদন্তের দাবি জানাব।' অন্যদিকে নিহত বিজেপি নেতা জিতেন্দ্র সাউ সিবিআই তদন্তের দাবি করে বলেছেন,'সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। তদন্তের নামে পুলিশ মৃতার পরিবারকেই বিব্রত করছে। যদিও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অবশ্য জানিয়েছেন।'মৃতের পরিবারকে কোনওভাবেই বিব্রত করা হচ্ছে না। তদন্তের স্বার্থে যেটুকু করার দরকার সেটাই করা হচ্ছে।'

আরও পড়ুন -

আজ দক্ষিণ দিনাজপুরে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ‘আমাদের অনুকরণ করছে’, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

'কেন্দ্রকে বাংলার মানুষের গায়ের জোর দেখাতে হবে', ইটাহের অভিষেকের সভায় জনজোয়ার

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar