কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ ফেব্রিয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল। এদিন তাতে শিলমহর দেয় কেন্দ্র সরকার। 

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিক টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে টিএস শিবজ্ঞানমকে নিয়োগের কথা জানিয়েছেন। পাশাপাশি দায়িত্বভার গ্রহণ করার জন্য টিএস শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ ফেব্রিয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। তারপর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। ১ এপ্রিল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন। এরপর সোমহার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়।

Latest Videos

বিচারপতি শিবজ্ঞনমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন। ২৩ বছরের আইনি কেরিয়ার তাঁর। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেম ২০১১ সালে বিচারপতি হন। মাদ্রাজ হাইকোর্টে ১২ বছর বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। সাখান থেকেই কলকাতায় আসেন তিনি। ২০২১ সালে ২৫ অক্টোবর কলকাতা হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছিলেন তিনি। বিারপতি হিসেবে হাইকোর্টে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি মেয়াদ রয়েছে তাঁর।

বিস্তারিত আসছে…

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি