'বিজেপির নেতাকর্মীদের মাতাল-নেশাগ্রস্ত' বলে তোপ, অভিষেকের বিরুদ্ধে থানায় FIR গেরুয়া শিবিরের

Published : Jan 08, 2026, 11:40 AM IST
Abhishek Banerjee spoke out on the helicopter controversy in Rampurhat

সংক্ষিপ্ত

Birbhum News: বিধানসভা ভোটের আগে জেলা সফর শুরু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে জেলা সফরে গিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কী বলেছিলেন অভিষেক? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Birbhum News: বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রামপুরহাট থানায় ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"।

বিজেপির নেতা-কর্মীদের কী বলে আক্রমণ করেছেন অভিষেক?

এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করলাম।''

উল্লেখ্য, মঙ্গলবার বীরভূমে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাত্র মাস চারেক পর শুরু হয়ে যাবে বঙ্গ ভোটের আবহাওয়া।  রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় সভা করতে শুরু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফরের প্রথম  শুরু বীরভূম থেকেই করেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাটে তিনি সভা করেন। সভা শেষে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো সুনালী খাতুনের সঙ্গে রামপুরহাট মেডিক্যাল কলেজে দেখা করেন। সূত্রের খবর,  সোনালী খাতুনের পরিবারের অনুরোধে তার পুত্র সন্তানের নাম দেন অভিষেক। এছাড়াও SIR -এর ভোটার শুনানিতে নোবেল জয়ী অর্মত্য সেনকে ডাকা নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘অনেক চুরি দেখেছি কিন্তু ফাইল চুরি এই প্রথম!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু
'ধূপগুড়ির বিধায়ক অপদার্থ,' প্রকাশ্যে তোপ তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নেতা তাপস করের