Samserganj Murder: মায়ের মৃতদেহের পাশে পড়ে ৩ বছরের জীবিত সন্তান! চাঞ্চল্য সামশেরগঞ্জে

Published : Jan 08, 2026, 10:39 AM IST
মায়ের মৃতদেহের পাশে পড়ে ৩ বছরের জীবিত সন্তান

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মহিলার ক্ষতবিক্ষত অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন। পাশেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের একটি ছেলেকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে।

হাসপাতালের পেছনের বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশ থেকে জীবিত উদ্ধার হয়েছে তিন বছরের ছেলেকে। তার শরীরে গভীর ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা মহিলার ক্ষতবিক্ষত অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন। পাশেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের একটি ছেলেকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, মহিলাকে তাঁরা চেনেন না। এখানে কীভাবে এলেন তা জানেন না।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘অনেক চুরি দেখেছি কিন্তু ফাইল চুরি এই প্রথম!’ মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু
'ধূপগুড়ির বিধায়ক অপদার্থ,' প্রকাশ্যে তোপ তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নেতা তাপস করের