'৬০ দিন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় থাকব আপনাদের জন্য', আলিপুরদুয়ারে আবেগপ্রবণ অভিষেক

আলিপুদুয়ার রীতিমত আবেগপ্রবণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য।

 

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্যই পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা আটকে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে আলিপুরদুয়ারে। এদিন তিনি কোচবিহার থেকে আলিপুরদুয়ারে আসেন। এখান থেকেই তিনি জলপাইগুড়ি যাবেন বলেও জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিন দিন ধরে তিনি তৃণমূলে নবজোয়ার কর্মসূচির কারণে তিনি জেলা সফরে রয়েছেন বলেও জানিয়েছেন। অভিষেক বলেন, শাসকদলের সদস্য হয়েও তিনি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার একটাই কারণ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই করবেন এলাকার মানুষ। অভিষেক আরও বলেন, আগামী ৬০দিন তিনি পরিবার বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় থাকবেন। তার একটাই উদ্দেশ্য হল যোগ্য প্রার্থীকে যাতে স্থানীয়রা বেছে নেয়। বন্ধ ঘরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানিয়েছেন অবিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যা এদিন পুরোপুরি আবেগপ্রবণ বক্তব্য করেন। তিনি বলেন এক মিনিটের জন্য তিনি কলকাতায় ফিরবেন না। বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, রাস্তাতেও থাকবেন। তাঁবু খাটিয়ে থাকবেন তিনি। পাল্টা বিজেপি সমালোচনার উত্তর দেন অভিষেক । তিনি বলেন, পঞ্চায়েতে এমন প্রার্থী তৃণমূল চায় যারা দলমত নির্বিশেষে সাধারণের জন্য কাজ করবে। আর রাজ্যের উন্নয়ন করবে। তিনি পাল্টা বিজেপিকে বলেন , ৬০ দিন নয়, বিজেপির নেতারা মাত্র ৬ দিনের জন্য এমন কর্মসূচিতে অংশ নিক।

Latest Videos

যাইহোক এদিন অভিষেক আলিপুরদুয়ারে বলেন, ২০১৯ আলিপুরদুয়ারের মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দিয়েছিল। আর ২০২১ সালে এই এলাকার মানুষ নতুন রাজ্যের আশায় বিজেপিকে ভোট দিয়েছিল। এই এলাকার মানুষ দুটি নির্বাচনে উস্কানিতে পা দিয়েছিলেন। কিন্তু তাতে এই এলাকার মানুষের কোনও লাভ হয়নি বলেও জানিয়েছেন। আলিপুরদুয়ারের জনসভায় অভিষেক বলেন, এই রাজ্য মনরেগা বা ১০০ দিনের কাজের প্রকল্পের ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র মোদী সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে অর্থ বরাদ্দের জন্য। তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই এলাকার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। তিনি বলেন বাংলা একমাত্র রাজ্য যার টাকা আটকে রেয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন কেন্দ্রীয় সরকার গায়ের জোরে এই টাকা আটকে রেখেছে। কয়েক কোটি টাকা এই রাজ্যের আটকে রয়েছে বলেও অভিষোগ করেন অভিষেক। অভিষেক বলেন আগামী দিনে ধর্ম বা রাজ্যের ভাগের জন্য এলাকার উন্নয়ন বা নিজের প্রাপ্য আদায়ের জন্য ভোট দিতে হবে।

এদিন অভিষেক বলেন, আলিপুরদুয়ারের মানুষ যাদের প্রতিনিধি নির্বাচন করেছিলেন তারা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এই রাজ্যের প্রাপ্য টাকা আকটে দেওয়ার আহ্বান জানিয়েছিল। এই এলাকার মানুষের জন্য নির্বাচিত জনপ্রিতিনিধিরা প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি। অভিষেক আরও বলেন, বিজেপি ধর্মের ভিত্তিতে এলাকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিজেপির এই বিভাজনের রাজনীতির মুখোশ খুলে গেছে বলেও জানিয়েছেন তিনি।

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি। শমীক ভট্টাচার্য বলেছেন, অভিষেক যা বলছেন তা পুরোপুরি ভিত্তিহীন। তিনি আরও বলেন, মনরেগা প্রকল্পের সঠিক হিসেবে এই রাজ্য সরকার দিল্লিতে জমা দিতে পারেনি। সেই কারণেই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সঠিক হিসেব জমা দিলেই কেন্দ্রীয় সরকার প্রাপ্য মিটিয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি।

বিজেপি আরও বলে, এটাই প্রথম নয়, এর আগেও এই একই অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ করেছিলেন তিনি।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury