আজ দিল্লিতে সাংসদদের বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারী, কাল কথা অমিত শাহের সঙ্গে

Published : Dec 19, 2022, 01:18 PM IST
suvendu adhikari

সংক্ষিপ্ত

পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক বিজেপির। থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যায় বৈঠক। 

আজ অর্থাৎ সোমবার দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচন নিয়ে বিজেপি রাজ্যের সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসবে। সেই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ককে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি সূত্রের খবর সন্ধ্যে ৭টার মধ্যে রাজ্যের সমস্ত সাংসদকে সুভাষ সরকারের বাড়িতে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাত ৮টার মধ্যেই বৈঠক শুরু হবে।

এদিনের বৈঠকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনশল উপস্থিত থাকবেন। তাঁরই সঙ্গে উপস্থিত থাকার কথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের। বিজেপি সূত্রের খবর এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যের সব সাংসদদের উপস্থিত থআকতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী যেহেতু বিরোধী দলনেতা- তাই তাঁকেও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে পাশাপাশি সাংগঠনিক বিষয় ও দলীয় অর্ন্তদ্বন্দ্ব নিয়ে আলোচনা হতে পারে

বিজেপি সূত্রের খবর রাজ্যের সাংসদদের নিয়ে এজাতীয় বৈঠক প্রায়ই হয়নি। তবে ভোট যখন আসন্ন তখন দলীয় সংগঠনকে শক্তিশালী করতেই এজাতীয় বৈঠক করা হচ্ছে বলেও দাবি করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেছেন। এদিনের বৈঠকে রাজ্যের প্রত্যেক সাংসদদের বক্তব্য শোনা হবে। তাদের এলাকার পরিস্থিতি ও সাংগঠনিক অবস্থা সম্পর্কেও জানতে চাওয়া হবে।

অন্যদিকে শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন এই রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। যদিও সেই বিষয়ে তিনি মঙ্গলবার সংসদে অমিত শাহের সঙ্গে কথা বলবেন। সেই সময় তাঁর সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ। অমিত শাহ তাঁকে ৩০ মিনিট সময় দিয়েছেন বলেও জানা গেছে। সেখানে শুভেন্দুর অভাব অভিযোগ সবকিছুই শুনবেন অমিত শাহ। আর সেই বৈঠক নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা যথেষ্ট উৎসাহী বলেও অমিত শাহের রাজ্য সফরের দিনই জানিয়েছিলে। এই রাজ্যে এসে শুক্রবার রাতেই অমিত শাহ বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর এদিন সাংসদদের নিয়ে দিল্লিতে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও জানিয়েছেন বিজেপি নেতারা।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর