বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, মালদায় বিজেপির মিছিল থেকে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি

Saborni Mitra   | ANI
Published : Dec 26, 2025, 02:17 PM IST
BJP MLA from Malda leads  procession to protest against Bangladesh

সংক্ষিপ্ত

বাংলাদেশে হিন্দু নির্যাতনের আঁচ পড়তে শুরু করেছে এই দেশে। মালদায় মিছিল করলেন বিজেপি বিায়রক। সেই মিছিল থেকেই তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতা 

বাংলাদেশে হিন্দু নির্যাতনের আঁচ পড়তে শুরু করেছে এই দেশে। মালদায় মিছিল করলেন বিজেপি বিায়রক। সেই মিছিল থেকেই তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে সরব হন বিজেপি নেতা। একই সঙ্গে আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাতের হঁশিয়ারিও দেন তিনি। যদিও পাল্টা কটাক্ষ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা।

বাংলাদেশে হিন্দু দের ওপর অত্যাচার, এনিয়ে এই রাজ্যে প্রতিবাদ করলে, পুলিশের বাধা। প্রতিবাদীদের হেনস্তার প্রতিবাদে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মালদার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় হিন্দু গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল। মহাম্মদ ইউনুসের কুস পুতুল দাহ করে বিক্ষোভ। মিছিলে ছিলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। এদিনের মিছিলে মহিলারাই ছিল সিংহভাগে। মিছিল থেকে মমতা বন্দ্য়োপাধ্যায় ও তাঁর তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগানও ওঠে।

জুয়েল মুর্মুর অভিযোগ যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে, আর এই নিয়ে এই রাজ্যে তার প্রতিবাদ করলে এই রাজ্যের সরকারের পুলিশ প্রতিবাদীদের হেনস্থা করছে। এই পদক্ষেপ পক্ষান্তরে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মন রাখতেই করছে রাজ্য প্রশাসন। তিনি বলেন রাজ্যে যদি বেশি দিন এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তৃণমূলকে মানুষ ছুড়ে ফেলবে।

আগামী বিধানসভা নির্বাচনের পরে জোয়েল মুর্মু দের মানুষ ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর। স্থানীয় তৃণমূল নেতাদের কথায় বিজেপির স্বপ্ন কখনই সত্য হবে না।

তবে দিনে দিনে বাংলাদেশের পরিস্থিতি অবনতি হচ্ছে।  ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের আটকাতে অসম লাগোয়া বাংলাদেশ সীমান্ত নজরদারি কড়া করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের আটকটাতে কড়া নির্দেশ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হেমন্ত বিশ্বশর্মা। কিন্তু পশ্চিমবঙ্গে এজাতীয় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলছে বিজেপি। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India Bangladesh: ‘হিন্দুরা এক না হলে এখানেও বাংলাদেশ হবে!’ ভয়ঙ্কর সতর্কবার্তা হিন্দু সাধুসন্তদের
শপিং মলের মধ্যে থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমঘটিত কারণে আত্মহত্যা?