শপিং মলের মধ্যে থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমঘটিত কারণে আত্মহত্যা?

Published : Dec 26, 2025, 01:47 PM ISTUpdated : Dec 26, 2025, 02:12 PM IST
Crying

সংক্ষিপ্ত

Suicide Case: পূর্ব মেদিনীপুরের এগরায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া তৈরি হয়েছে। এই ব্যক্তি অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

DID YOU KNOW ?
বাড়ছে অবসাদে আত্মহত্যা
সারা দেশেই অবসাদের কারণে আত্মহত্যার ঘটনা বাড়ছে। এবার পূর্ব মেদিনীপুরের এগরাতেও এই ঘটনা দেখা গেল।

West Bengal News: শপিং মলের ভিতর থেকে এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে। মৃত যুবকের নাম তাপস সাউ (২২)। তিনি এগরা শহরে এক বিখ্যাত সংস্থা পরিচালিত শপিং মলের কর্মী ছিলেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস বেশ কিছুদিন ধরে ওই শপিং মলে কাজ করতেন। শুক্রবার ভোরে শপিং মলের ভিতরেই তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান অন্যান্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। তাপসের দেহট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ​মৃত যুবকের বাড়ি মোহনপুর ব্লকের লালবাজার পলাশীয়া অঞ্চলে। এই ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রতিবেশীরাও শোকপ্রকাশ করছেন। জানা গিয়েছে যে মৃত যুবক শপিং মলেই রাত কাটাতেন। শুক্রবার সকালে শপিং মল খুলতে এসে অন্য কর্মচারীদের বিষয়টি নজরে আসে।

প্রেমঘটিত কারণে আত্মহত্যা?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কোনও সমস্যার কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছেন এই যুবক। তবে আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে মৃত যুবকের সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ​শপিং মলের মতো একটি জনবহুল এবং সুরক্ষিত স্থানে এই ধরনের ঘটনায় স্থানীয় অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

বাড়ছে অবসাদে আত্মহত্যা

বর্তমান সময়ে নানা ধরনের মানসিক চাপ এবং বিভিন্ন কারণে অবসাদ বাড়ছে। অবসাদের কারণে অনেকে আত্মহননের পথও বেছে নিচ্ছেন। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। এগরার ঘটনাতেও সেই বিষয়টিই উঠে আসছে। তবে তদন্ত শেষ না হলে স্পষ্ট হবে না যে এই যুবক সত্যিই প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই যুবক আত্মহননের পথই বেছে নিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
শপিং মল থেকে ২২ বছর বয়সি যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার।
পূর্ব মেদিনীপুর জেলার এক শপিং মল থেকে ২২ বছর বয়সি যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল।
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, মালদায় বিজেপির মিছিল থেকে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি
India Bangladesh: ‘হিন্দুরা এক না হলে এখানেও বাংলাদেশ হবে!’ ভয়ঙ্কর সতর্কবার্তা হিন্দু সাধুসন্তদের