RamNavami 2025: রামনবমীর মিছিলে জঙ্গি হামলার আশঙ্কা! কাকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক?

Published : Apr 05, 2025, 06:33 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

আর ২৪ ঘন্টাও বাকি নেই। রাত পোহালেই রবিবার রামনবমী। রাজ্যজুড়ে আগামীকাল ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এই আবহে এবার রামনবমী পালন নিয়ে অশনিসঙ্কেত শোনালে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।                         

BJP Bengal: আর ২৪ ঘন্টাও বাকি নেই। রাত পোহালেই রবিবার রামনবমী। রাজ্যজুড়ে আগামীকাল ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এই আবহে এবার রামনবমী পালন নিয়ে অশনিসঙ্কেত শোনালে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

মালদহের ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবি, রামনবমীর শোভাযাত্রা জঙ্গি হামলা হওয়ার সম্ভবনা রয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা জানান তিনি। তেমনই ভাবে স্লিপার সেলের এই নাশকতার ছক করেছে। আর এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশ প্রশাসনের নেই। তাই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তার আশঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।

বিজেপি বিধায়ক বলেন, ''মালদা ও মুর্শিদাবাদ এলাকাতে এই স্লিপার সেল কাজ করছে। তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী।'' তাঁর দাবি, শান্তি বজায় রাখার জন্য রামনবমীর শোভাযাত্রাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। অন্যদিকে, ছাব্বিশের নির্বাচনকে নজরে রেখে হিন্দু ভোটকে সংগঠিত করতে বিজেপি নেতৃত্ব এবার জোর দিয়েছে রাম নবমী পালনের ক্ষেত্রে। রাম নবমীতে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় শোভাযাত্রায় অংশ নেবে বিজেপির রাজ্যের শীর্ষ নেতৃত্বরা। অন্যদিকে অপ্রতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসনও।

সূত্রের খবর, কলকাতা ও রাজ্যের সব জায়গাতেই রামনবমীর শোভাযাত্রা বেরাবে। শুধুমাত্র কলকাতা শহর জুড়েই ১০০ ও বেশি রামনবমীর কর্মসূচি রয়েছে। হবে অস্ত্র পুজোও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে হবে শোভাযাত্রা। উত্তর কলকাতায় এখনও পর্যন্ত ১৬ টি শোভাযাত্রা হওয়ার কথা, দক্ষিণ কলকাতাতেও সংখ্যাটা ১৬। এছাড়াও অন্য সংগঠন এর ব্যানারে হবে কর্মসূচি। যে সমস্ত জায়গায় কর্মসূচি ও অস্ত্র পুজো হবে সেগুলি হল -উত্তর কলকাতার কাশিপুর, মালপাড়া, হিন্দ সিনেমা, শিয়ালদহ, এন্টালি,। দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজ, পোর্ট এলাকা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বালিগঞ্জ, ভবানীপুর পর্ণশ্রী সহ একাধিক এলাকায়।

বিজেপি ছাড়াও বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জণী পুত্র একাধিক ব্যানারে বের হবে রামনবমীর শোভাযাত্রা। শুধু কলকাতাই নয় কর্মসূচি হবে রাজ্যের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গের ২০ টি জায়গা ও উত্তরবঙ্গের ৩০ টি জায়গা থেকে শোভাযাত্রার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তালিকা প্রস্তুত করা হয়েছে স্পর্শকাতর এলাকারও। দক্ষিণবঙ্গের স্পর্শকাতর এলাকা ১৫ টি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের
আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য