সংক্ষিপ্ত

নবান্নের পক্ষ থেকে সোমবার এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

পশ্চিমবঙ্গে চালু হল নিখরচায় অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা। এবার থেকে অ্যাম্বুল্যান্সের ভেতরে মিলবে মিনি হাসপাতালের পরিষেবা পাবেন রাজ্যের মানুষ। এরকমই প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এই ধরনের অ্যাম্বুল্যান্স আপাতত ৩০টি চালু করছে নবান্ন। মূলত কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা এই তিন জেলায় দুটি করে এবং বাকি জেলাগুলিতে একটি করে থাকবে এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স। মূলত পথদুর্ঘটনাগ্রস্থ ও গুরুতর অসুস্থ মানুষদের অতি দ্রুত নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দেওয়ার কাজ করবে এই অ্যাম্বুল্যান্সগুলি। সোমবার নবান্ন থেকে বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সগুলি উদ্বোধন করলেন।

সূত্রের খবর, প্রতিটি জেলা ও স্বাস্থ্য জেলায় মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অফিস থেকে এই অ্যাম্বুল্যান্সগুলির পরিষেবা পরিচালিত হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই অ্যাম্বুল্যান্সগুলিতে রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফব্রিরিলেটার, সিরিঞ্জ পাম্প ও স্পাইন বোর্ডস। এই হাইটেক অ্যাম্বুল্যান্সগুলির জন্য নিজেদের সংসদ তহবিল থেকে সমস্ত তৃণমূল সাংসদরা অর্থ সাহায্যও করেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-
চাকরি-পরবর্তী জীবনে যদি পেনশনের সম্ভাবনা না থাকলে কীভাবে টাকা জমাবেন?
জিতেন্দ্র তিওয়ারিকে জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে আসানসোলে যেতে পারবেন না বিজেপি নেতা
কোন স্বপ্ন দেখলে বাড়বে প্রচুর ধনসম্পত্তি, কোন স্বপ্ন বুঝিয়ে দেয় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, জেনে নিন স্বপ্ন দেখার ফলাফল

হাত কখনও বুকের ওপর, কখনও চলে যাচ্ছে উরুর ভাঁজে, ম্যাগাজিনের অনুষ্ঠানে দিশা পাটানির এ কি হাল!